Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) এখন সবচেয়ে জনপ্রিয় মহিলাদের জন্য সরকারি প্রকল্প (Govt Scheme for Women). কিন্তু নতুন বছর শুরু হওয়ার মুহূর্তে এসে এই প্রকল্প নিয়ে বড় আপডেট পাওয়া গেল। তাহলে কি নতুন বছর থেকে কমে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ (Laxmi Bhandar Payment).
RBI Issue Warning for Government Scheme like Lakshmir Bhandar
কেন্দ্র হোক বা রাজ্য সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প নিয়ে আসা হয় সমাজের গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য, যেই গুলির মাধ্যমে রাজ্যের জনগণকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকারি প্রকল্প গুলোতে খরচ করার জন্য রাজ্য সরকারের অনেক টাকা বরাদ্দ করতে হয়। সরকারি বিভিন্ন খাতে খরচের জন্য রাজ্যের রাজকোষে অনেকটাই টান পড়ে।
আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।
রাজ্য সরকারি প্রকল্পে ভাতা কমবে?
RBI তরফে নির্দেশ, এবার থেকে বিভিন্ন প্রকল্পে আর যথেচ্ছ ভাবে অর্থ ব্যয় করা যাবে না। রাজ্য সরকারের কৃষি ঋণ (Agriculture Loan) মকুব, বিনামূল্যে পরিবহন খরচ ও আরো কিছু ভাতা রয়েছে যেই গুলিতে অনেক অনুদান বরাদ্দ করা হয়। এই খরচে কিছুটা লাগাম টানার সতর্কতা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাজ্য সরকার যেহেতু বিভিন্ন প্রকল্পে ও বিভিন্ন খাতে খরচ করে।
পশ্চিমবঙ্গ সরকার
এই জন্য রাজ্য সরকারের যাতে প্রধান খরচ গুলিতে সঠিকভাবে খরচ করতে পারে, তার জন্য তুলনামূলকভাবে রাজ্য সরকারের যে প্রকল্প গুলো রয়েছে, তাতে খরচের পরিমাণটা একটু কমানোর জন্য সতর্ক করেছে RBI. রাজ্য সরকারের সূচনা করা যে সমস্ত প্রকল্প গুলি জনগণের আর্থিক সহায়তা দিয়ে থাকে, তার মধ্যে মহিলা, যুবক যুবতী ও বয়স্কদের জন্য রয়েছে প্রকল্প।
আরো পড়ুন:– হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ে বিপাকে পেগ্যাসাস
কৃষকদের কৃষি ঋণ মকুব করা থেকে বিদ্যুৎ বিল কমানো ও পরিবহন ব্যবস্থায় ভাতা প্রদান। এই সমস্ত খাতে ব্যয় করার জন্য রাজ্য সরকারের বেশ অনেক কোটি টাকা বরাদ্দ করতে হয়। এই জন্যই আ স্টাডি অফ বাজেটস অফ ২০২৪-২৫ শীর্ষক একটি রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আগামী অর্থবর্ষের বাজেটে এই সমস্ত প্রকল্পের অর্থ খরচ কিছুটা কমানোর সতর্কবার্তা জারি করেছে।
আরবিআই (Reserve Bank of India) জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে গিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটতে পারে। এইভাবে প্রকল্প গুলিতে অর্থ বরাদ্দ করতে থাকলে রাজ্যের উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব হতে পারে। এই জন্য আগে থেকেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে রাজ্য গুলোকে।
পশ্চিমবঙ্গ এবং বাকি যেই রাজ্য গুলো রয়েছে গুজরাট, পাঞ্জাব, উড়িষ্যা প্রত্যেকটি রাজ্যেই বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ ব্যয় করে থাকে। তবে ২০২১-২০২২ এবং ২০২২- ২০২৪ সাল পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে, রাজ্য গুলি রাজকোষের ঘাটতি ৩ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে জানানো হয়েছে, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে GDP-র ০.২ শতাংশে ধরে রাখা গিয়েছে রাজস্ব ঘাটতি।
এর ফলে রাজ্য গুলির মূলধনী ব্যয়ের ক্ষমতা বেড়েছে। আগামী অর্থ বছর ২০২৪- ২৫ এ যাতে আরো ঘাটতি কমিয়ে আনা যায়, সেই জন্যই আগাম সতর্কবার্তা জারি করেছেন আরবিআই রাজ্য গুলির জন্য। প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেও, যাতে অনেকটাই ঘাটতি কমানো যায় সে দিকে লক্ষ্য রাখার জন্য নজর দিতে বলা হয়েছে রাজ্য গুলিকে।
আরো পড়ুন:– কিউআর কোড স্ক্যান করলেই এন্ট্রি, বড়দিনের মুখে চিড়িয়াখানা দর্শন এ বার আরও সহজ