Bangla News Dunia, Pallab : বিগত কয়েক মাস ধরে রাজ্যে প্রচুর জাল রেশন কার্ডের (Ration Card) হদিশ পাওয়া গিয়েছিল। তার উপর আবার রেশনের খাদ্যসামগ্রী চোরা পাচারের খবরও পাওয়া গিয়েছিল রাজ্য জুড়ে। একের পর এক রেশন সংক্রান্ত দুর্নীতিমূলক খবর পাওয়া গিয়েছিল। নাম জড়িয়েছে একাধিক রেশন ডিলারের। আর তার উপর রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই আবহে রাজ্যে তাই রেশন দুর্নীতি রোধ করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। যার জন্য মোবাইল ফোন লাগবেই লাগবে।
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
খাদ্য দপ্তরের রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে, রাজ্যে প্রায় ২ কোটি ৯০ লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে। তার মধ্যে ১ কোটি ৩২ লক্ষ পরিবারের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে রেশন কার্ডের সঙ্গে। বাকি রয়েছে ১ কোটি ৫৮ লক্ষ পরিবার। লিঙ্ক প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা হয় তাই কয়েক দিন আগে নির্দেশিকা জারি করেছিল খাদ্য দপ্তর। এবং সেই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রতি পরিবার থেকে কোনও এক জন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলক ভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে। আসলে এই প্রক্রিয়াকরণের ফলে পরিবারের কাছে সঠিক তথ্য পৌঁছবে যে সেই পরিবার প্রতি মাসে কত রেশন পাচ্ছে। তার ফলে কোনো জালিয়াতি সম্ভাবনা থাকবে না।
রেশন নিতে গেলে লাগবে মোবাইল
মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য রেশন তুলতে গেলেই তাঁর কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে ই–পস মেশিনে নথিভুক্ত করেন ডিলাররা। যদি কারও মোবাইল নম্বর অন্য কোনও পরিবারে এক বার নথিভুক্ত হয়ে থাকে সে ক্ষেত্রে দ্বিতীয় বার সেটা আর ব্যবহার করা যাবে না। ডিলাররা নিজেদের মোবাইল নম্বর অথবা পরিবারের কোনও সদস্যের ফোন নম্বর কোনও রেশন গ্রাহককে দিতে পারবেন না। কিন্তু এই নির্দেশিকা শহরের দিকে খাটলেও গ্রামে একদমই খাটছে না। যার ফলে বেশ বিপদে পড়েছে রেশন ডিলাররা। তাঁদের বক্তব্য, গ্রামের দিকে অনেকেরই মোবাইল ফোন নেই এখনও। এদিকে যাঁদের মোবাইল ফোন নেই, সরকারি আদেশে তাঁদের রেশন দেওয়া যাবে না। এ নিয়ে ডিলারের উপরে চড়াও হচ্ছেন গ্রাহকরা।
কী বলছেন খাদ্যমন্ত্রী?
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসুর বক্তব্য, ‘খাদ্য দপ্তরের এক শ্রেণির অফিসার এমন কিছু নিয়মকানুন চালু করতে চাইছেন যেগুলি অবাস্তব। এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। ভোগান্তি হচ্ছে ডিলারদের। আইনে কোথাও বলা নেই, রেশন পেতে মোবাইল থাকতে হবে। বরং সুপ্রিম কোর্ট বলেছে, রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যায় না।’ অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অবশ্য ব্যাখ্যা, ‘এখন সবার হাতেই মোবাইল ফোন। মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে একজন অন্যের রেশন তুলতে পারবেন না। সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে যাবে। তিনি কতটা সামগ্রী পাচ্ছেন সেটাও জেনে যাবেন।’