Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

By Bangla News Dunia Dinesh

Published on:

india canada relations

 

Bangla News Dunia, দীনেশ :- ২০২৫ সালের অক্টোবরে কানাডায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগেই ক্ষমতা হারাতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর কারণ, ট্রুডোর গুরুত্বপূর্ণ মিত্র এবং নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নেতা জগমিত সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে ট্রুডো সম্পূর্ণ ব্যর্থ। তাঁর আর ক্ষমতায় থাকার কোনও যুক্তি নেই। তিনি তাঁর সমস্ত শক্তি প্রয়োগ করবেন প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডোকে সরাতে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

ইতিমধ্যে ট্রুডোর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুঁশিয়ারি দিয়েছেন এনডিপির নেতা জগমিত। তিনি বলেছেন, ‘যে কেউ লিবারেল পার্টির নেতৃত্ব দিন না কেন, এই সরকারের সময় শেষ।’ এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর যা সবচেয়ে বড় দায়িত্ব, ট্রুডো সেই দায়িত্বপালনে ব্যর্থ। তিনি সাধারণ জনতার জন্য কিছু করেননি। তিনি যা কিছু করেছেন, ধনীদের মুখের দিকে চেয়ে। এনডিপি এই সরকারকে পদচ্যুত করতে ভোট দেবে এবং কানাডিয়ানদের এমন একটি সরকারের জন্য ভোট দেওয়ার সুযোগ দেবে, যা তাদের জন্য কাজ করবে।’ আগামী বছরের ২৭ জানুয়ারি কানাডার পার্লামেন্ট বসছে। সেই সময়েই এই অনাস্থা প্রস্তাব পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

পার্লামেন্টের হাউস অফ কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নেই ট্রুডোর লিবারেল পার্টির। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে অন্য দলের সমর্থন প্রয়োজন তাদের। হাউস অফ কমন্সে মোট জনপ্রতিনিধির সংখ্যা ৩৩৮। এর মধ্যে লিবারেলের রয়েছে ১৫৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য এনডিপির সাহায্য নিতে হয় তাদের। হাউস অফ কমন্সে এনডিপির রয়েছে ২৫ জন জনপ্রতিনিধি। ফলে সেই সমর্থন না পেলে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে যাবে।
বর্তমান পরিস্থিতিতে বাকি বিরোধী দলগুলি জগমিতের সঙ্গে থাকলে ভেঙে যেতে পারে ট্রুডোর সরকার। সরকারের মেয়াদ পূরণের আগেই হতে পারে নির্বাচন। সম্প্রতি কানাডার শাসক শিবির লিবারেল পার্টির অন্দরেও ট্রুডোর ইস্তফার দাবি উঠে আসতে শুরু করেছে।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

এদিকে এহেন টালমাটাল অবস্থার মধ্যে শুক্রবার নিজের মন্ত্রীসভায় রদবদল করেছেন ট্রুডো। ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, মন্ত্রীসভায় অভিজ্ঞ সদস্যদের প্রায় এক তৃতীয়াংশ বদলে ফেলেছেন কানাডার প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে সরকারের বিরুদ্ধে জগমিত অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই রদবদল করা হয়েছে। এই রদবদল গদি বাঁচাতে ট্রুডোর ঢাল হতে পারে কি না, সেটাই দেখার।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন