Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশ জুড়ে ১০ লক্ষ চাকরি ! কেন্দ্রের মোদী সরকারের ৩য় দফায় আত্মনির্ভর ভারত প্যাকেজের আত্মনির্ভর রোজগার যোজনার ফলে সারা দেশে অন্তত পক্ষে ১০ লাখ মানুষের চাকরি হবে এমনটাই দাবি করল কেন্দ্র। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই প্যাকেজের ৩য় পর্ব ঘোষণার সময় ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলো নির্মলা সীতারমন। তার উপর ভর করে রোজগার প্রকল্পে ১০ লাখ কর্মসংস্থান তৈরি হবে এমনটাই দাবি কেন্দ্রের।
EPFO এর আওতায় কোনো সংস্থা যদি ১৫ হাজার টাকার নীচে কর্মী নিয়োগ করে সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে শর্তটি হল 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কাজ হারানো কর্মীর কর্মসংস্থান করতে হবে। সুবিধাটি উপলব্ধ থাকবে অক্টোবর মাসের প্রথম দিন থেকে আগামী বছরের 30 জুলাই পর্যন্ত। এক্ষেত্রে কোনো সংস্থায় কর্মরত কর্মীর সংখ্যা ৫০ এর কম তাদের ক্ষেত্রে ২ জন। ৫০ এর অধিক হলে ৫ জন কর্মীকে চাকরি দিতে হবে। পাশাপাশি যে সংস্থায় হাজার জনের কম কাজ করে তাদের সংস্থা ও কর্মী উভয়পক্ষের ১২ শতাংশ করে মোট ২৪ শতাংশ বেতনই সরকার দেবে।
আরো পড়ুন :- পশ্চিমবঙ্গ পুলিশে শূন্যপদে নিয়োগ
বিশেষ এই প্যাকেজে আবাসন প্রকল্পের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। আয়কর আইন মতো সার্কেল রেট এবং এগ্রিমেন্ট ভ্যালুর মধ্যে 10 শতাংশ পার্থক্য ছিল । তা বেড়ে 20 শতাংশ করা হচ্ছে। করোনা গবেষণা ও প্রতিষেধকের জন্য বায়োটেকনোলজি দপ্তরকে 900 কোটি টাকা দেওয়া হয়েছে । EXIM ব্যাংকেও দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। সব মিলিয়ে এই প্যাকেজ নতুন আরো চাকরি সৃষ্টি করবে।
Highlights
1. দেশ জুড়ে ১০ লক্ষ চাকরি !
2. সব মিলিয়ে এই প্যাকেজ নতুন আরো চাকরি সৃষ্টি করবে
#JOB #GOVT