Bangla News Dunia, দীনেশ :- অযোধ্যায় রাম মন্দির তৈরির পর থেকে দেশের নানা জায়গায় মন্দির-মসজিদ বিতর্কে গতি এসেছে। ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। বৃহস্পতিবার পুনের এক অনুষ্ঠানে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন সংঘপ্রধান মোহন ভাগবত। মন্দির-মসজিদ বিতর্ককে সামনে রেখে কিছু লোক হিন্দুদের নেতা হওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি। ভাগবতের মন্তব্যকে হাতিয়ার করে পালটা সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস ও সপা নেতাদের মতে, ভাগবতের কথা ও কাজে ফারাক রয়েছে। তিনি যা বলছেন বাস্তবে তার বিপরীত ঘটনা ঘটছে। সম্ভাল কাণ্ডে আরএসএসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে সপা। কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বলা এবং করার মধ্যে পার্থক্য থাকা উচিত নয়।’ পুনের অনুষ্ঠানে ভাগবত বলেছিলেন, ‘রাম মন্দির হিন্দুদের বিশ্বাসের বিষয়। হিন্দুরা বিশ্বাস করে রাম মন্দির নির্মাণ করা উচিত। কিন্তু তাতে করে কেউ হিন্দু নেতা হয়ে যায় না।’
আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন