মায়ের চিকিৎসার টাকায় অনলাইন গেম, আত্মঘাতী ভর্ৎসিত তরুণ !

By Bangla News Dunia Dinesh

Published on:

free fire game

 

Bangla News Dunia, দীনেশ :- ক্যানসারের চিকিৎসার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মা। সেই টাকা দিয়ে মায়ের চোখের আড়ালে দিনের পর দিন অনলাইনে গেম খেলছিলেন তরুণ। জানাজানির পর তাঁকে তীব্র বকুনি দেন মা ও ভাই। সেই ক্ষোভে আত্মঘাতী হলেন তিনি। ২৬ বছরের ওই তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে।

আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা

ঘটনাটি চেন্নাইয়ের চিন্নামালাইয়ের। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন তরুণ। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশকে তাঁর মা জানিয়েছেন, আগের দিন রাতে তাঁকে বকাঝকা করা হয়েছিল। তার ফলেই তরুণ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, আট বছর আগে তরুণের বাবা মারা যান। মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। ছোটখাটো একটি খাবারের ব্যবসা করতেন। তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে কয়েক বছর আগে। মায়ের চিকিৎসার জন্য টাকা জমানো হচ্ছিল। কিন্তু করোনা মহামারির সময় থেকে তরুণ অনলাইন গেমে আটকে যান। দিনরাত মোবাইলে গেম খেলতেন বলে অভিযোগ।

আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন

পুলিশের কাছে তরুণের মা জানিয়েছেন, জমানো ৩০ হাজার টাকা চুরি করেছিলেন তাঁর পুত্র। অনলাইন গেমে সেই টাকা খরচ করে ফেলেছিলেন। জানতে পেরে তাঁকে বকাঝকা করা হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তরুণ। কিন্তু পরের দিন সকালে ওই বাড়ির ছাদের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শুক্রবার বাড়ি থেকে চলে যাওয়ার পর তরুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ছাদে খোঁজ করতে তরুণকে পাওয়া যায়। ছাদের ঘরে গলায় টিভির তার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। তরুণের মা এবং ভাইয়ের পাশাপাশি পড়শিদেরও জেরা করছে পুলিশ।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন