বাংলাদেশে পালাতে মরিয়া জঙ্গির দল, তথ্য গোয়েন্দা রিপোর্টে

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

border.gif

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘরের মাটি তেমন নিরাপদ ছিল না। জিহাদের লক্ষ্যে তাই জঙ্গিদের অনেকে চোরা পথে বাংলাদেশ থেকে ঢুকে পড়েছিল এ পার বাংলায়। কিন্তু গত দু’বছরে এদের অনেকে ধরা পড়েছেন। পুলিশের রিপোর্ট বলছে, বাকিরা ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ওদের অনেকেই।

রাজ্য পুলিশের এসটিএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট, নদিয়া–মুর্শিদাবাদ–উত্তর ২৪ পরগনা এবং কোচবিহার সীমান্তের একাধিক জায়গা দিয়ে ও পারে যাওয়ার ছক রয়েছে অন্তত ৬০ জন জঙ্গির। এদের মধ্যে অন্তত ৮ জন এ পারের বাসিন্দা। ওই রিপোর্টের পরে সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে।

সূত্রের খবর, ওই জঙ্গিদের লক্ষ্য নদী–সীমান্ত পার করে ও পারে পৌঁছনো। বাংলার পাশাপাশি ত্রিপুরা সীমান্ত টপকেও ও পারে পৌঁছতে চাইছে জঙ্গিরা। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)– এর হাতে এই সংক্রান্ত বেশ কিছু ‘ইনপুট’ এসেছে।

আরো পড়ুন:– মাটি খুঁড়তে উঁকি দিল ৪ স্তরের ঐতিহাসিক ভাভ, তৈরির কারণ জানলে অবাক হবেন

গত তিন–চার বছরে রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের হাতে বেশ কিছু বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হয়। উত্তরপ্রদেশের পাশাপাশি কেরালা, কর্নাটকের মতো দক্ষিণের রাজ্যগুলি থেকেও গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এই জঙ্গিদের বেশিরভাগ ‘আল কায়দা (ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট)’এর মাথা এবং সক্রিয় সদস্য। আনসারুল্লা বাংলা টিম (এবিটি)– এরও বেশ কিছু সদস্য এসটিএফ–এর জালে পড়েছিল।

এই জঙ্গিদের বেশিরভাগই তাড়া খেয়ে এ পারে পালিয়ে এসেছিল বলে এসটিএফ জেনেছে। সেই ধরপাকড়ের পরে সংগঠনের অন্যান্য সদস্যেরা কেরালা, কর্ণাটকের মতো রাজ্যে গিয়ে শ্রমিক সেজে কাজ করছে। তবে গোপনে নিজেদের সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখেছে তাঁরা।

অভিযোগ, সম্প্রতি হাসিনা সরকারের পতনের পরে জঙ্গি কার্যকলাপের অভিযোগে বহু সাজাপ্রাপ্তদেরও জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন তদারকি সরকারের জমানায় এখনও পর্যন্ত জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার শূন্য। এই অবস্থায় ও পারের জঙ্গিরা নতুন করে রণকৌশল তৈরি করছে। সে জন্য এ পারে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরার চেষ্টা করতে বলা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এ পারে এই কাজে তাঁদের কারা সাহায্য করতে পারে, তেমন কিছু নামও পাঠানো হয়েছে।

আরো পড়ুন:– ৩ দিন বেপাত্তা বিমানের খোঁজ মিলল অদ্ভুত জায়গায়, ঘনাচ্ছে রহস্য

আরো পড়ুন:– ভিডিয়ো নিয়ে কড়া গাইডলাইন জারি YouTube-এর, চালানোর আগে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন