৫০০ টাকার থেকে বড় নোট বাজারে আসছে শীঘ্রই ? জানিয়ে দিল কেন্দ্র সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫ (Budget)। এদিকে আসন্ন এই বাজেটে সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকার কী কী সিদ্ধান্ত নেয়ে সেদিকে নজর রয়েছে সকলের। তবে এসবের মাঝেই একটি বিষয় নিয়ে বড় তথ্য দিল কেন্দ্র। আগামী দিনে ৫০০ টাকার থেকেও বেশি মূল্যের নোট ইস্যু করা হবে কিনা সে বিষয়ে বড় তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আপনিও কী জানতে ইচ্ছুক? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপরে।

নতুন নোট ছাপাবে কেন্দ্র?

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৫০০ টাকার বেশি মূল্যের নোট বাজারে আনার কোনও পরিকল্পনা আপাতত নেই। রাজ্যসভায় নতুন নোট চালু সংক্রান্ত প্রশ্নের উত্তরে মন্ত্রক এই তথ্য জানিয়েছে। সাংসদ ঘনশ্যাম তিওয়ারি প্রশ্ন তুলেছিলেন, সরকার ৫০০ টাকার মূল্যের বেশি নোট ছাপানোর পরিকল্পনা করছে কিনা। এর উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, “না স্যার।”

আরো পড়ুন: উদ্ধার হওয়া ৪ হাজার বছর পুরনো মানুষের হাড় জানান দিচ্ছে নরখাদকের কাহিনি

২০০০ টাকার নোট নিয়ে প্রশ্ন ও উত্তর

ঘনশ্যাম তিওয়ারি ২০০০ টাকার নোট ছাপানো এবং বড় মূল্যের নোট ছাপানো নিয়ে অর্থমন্ত্রককে একাধিক প্রশ্ন করেছিলেন। ২০০০ টাকার নোটের কথাও জানতে চান তিনি। কতগুলি ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল এবং ফেরতের সময় কতগুলি বাজারে ছিল, তার উত্তর চান তিনি। এছাড়া খোলা বাজারে আরও টাকা রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়। এসব প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী বলেন, ২০১৬ সালের নভেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর ২৪(১) ধারা অনুসারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ২০০০ টাকার নোট চালু করেছিল। তিনি বলেন, “২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ২০০০ টাকার ৩২,৮৫০ লক্ষ পিস প্রচলন ছিল, যা ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছিল ৩৩,৬৩২ লক্ষ পিস।”

কত টাকা উদ্ধার হয়েছে?

২০২৩ সালের ১৯শে মে কেন্দ্রে তরফে জানিয়ে দেওয়া হয় যে ২০০০ টাকার এবার থেকে বন্ধ হয়ে যাবে। মন্ত্রী জানান, সেই সময় ২০০০ টাকার ১৭,৭৯৩ লক্ষ পিস প্রচলিত ছিল। এর মধ্যে ২০২৪ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ১৭,৪৪৭ লক্ষ পিস রিজার্ভ ব্যাঙ্ককে ফেরত দেওয়া হয়েছে, যার মধ্যে মাত্র ৩৪৬ লক্ষ পিস এখনও প্রচলিত রয়েছে। সেগুলিও দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।

আপনার কাছে যদি এখন অবধি এই টাকা থেকে থাকে তাহলে চিন্তা করার কিছু নেই। কারণ আপনি অনায়াসে ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে সেই টাকা জমা করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন