ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প কি ? আপনার কি কি সুবিধা হবে, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Credit-Card

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার মানুষদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card Scheme) নিয়ে আসা হয়েছে। মুলত যত দিন যাচ্ছে চাকরির অভাবে সমাজে বেকারত্ব বেড়েই চলেছে। আর অনেকেই আছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে কিন্তু চাকরি পায় না আর হতাশ হয়ে যায়। কিন্তু এবারে সরকারের তরফে এই বিষয় নিয়ে দারুণ সুখবর দেওয়া হয়েছে।

Bhabishyat Credit Card Loan

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) অনেকবার জানিয়েছেন যে রাজ্যে কর্মসংস্থান করাটাই তার মূল উদ্দেশ্য আর এই কারণের জন্য নানা ধরণের সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে। যেই স্কিমের মাধ্যমে নাগরিকদের ঋণ (Government Loan Scheme) দেওয়া হবে যাতে তারা নিজেদের চেষ্টায় কোন না কোন ব্যবসা শুরু করতে পারে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ২০২৫

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মতনই আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, অনেকেই এই স্কিম সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না। রাজ্য সরকারের যেমন যুবশ্রী প্রকল্প রয়েছে যেটি সাধারণত বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক নির্ভরশীলতা দিয়ে থাকে, ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেন।

যে হারে কর্মসংস্থান হওয়ার কথা সেভাবে না হওয়ার জন্য বেকার যুবক যুবতীরা মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে রাজ্য সরকার এই ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card) নিয়ে এসছেন, যাতে বেকার যুবক যুবতীরা কিছুটা আর্থিক সহায়তা পায় এবং তার সাথে নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে পারেন।

ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প ২০২৫

রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে কিছুটা আর্থিক সহায়তার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, তার জন্যই এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প সূচনা করা হয়েছে। আপনিও যদি ব্যবসা করে নিজের পায়ে দাড়াতে ইচ্ছুক হন অথচ আপনার যদি সেই ভাবে মূলধন না থাকে তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারেন। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাকে ৫ লাখ টাকা দেবে।

MSME Loan Scheme 2025

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সহায়তা পাবেন। রাজ্যের প্রায় ২ লাখ যুবক যুবতী এই কার্ডের মাধ্যমে উপকৃত হতে পারবে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তিকে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

আরো পড়ুন: সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

 

সরকারি ঋণ প্রকল্প ২০২৫

যার মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সরকার এই ভর্তুকি দিয়ে দেবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর যতদিন যাবে ততই এই স্কিমে বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রকল্পে আবেদনের যোগ্যতা

১) এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শুধু তাই নয়, গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ – ৪৫ বছর হতে হবে।
৩) একজন পরিবার এর অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজন আবেদন করতে পারবেন।

৪) যে কোনো ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
৫) কোনো গ্যারান্টার ছাড়াই এই ব্যবসা ঋণ (Business Loan) আপনি নিতে পারবেন।
৬) আপনি যদি কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি জব করেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৭) আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না।

আবেদনের প্রয়োজনীয় নথি

  • নিজের পরিচয়
  • বসবাসের প্রমানপত্র
  • বয়সের প্রমানপত্র
  • ব্যাঙ্ক পাস বই
  • প্যান কার্ড
  • ট্রেড লাইসেন্স

 

  • ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করার নিয়ম

    আবেদন করতে হলে সর্ব প্রথম যুবক যুবতীদের নিকটবর্তী BDO অফিস বা SDO অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) যোগাযোগ করতে হবে। সেখানে গেলেই অফিসের আধিকারিকরা একটা ফর্ম দেবে। সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে ডকুমেন্ট জমা করতে হবে। আপনার নথি ও সব তথ্য সঠিক হলে আপনি নির্বাচিত হলেই টাকা পেয়ে যাবেন।

  • আর আপনি যদি অনলাইন আবেদন করেন তাহলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করে ডকুমেন্ট আপলোড করে অনলাইনে সাবমিট করুন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা এখনো গ্রহণ না করে থাকেন তাহলে অতি শীঘ্রই এই প্রকল্পে আবেদন করুন।

আরো পড়ুন: ভারতীয়দের প্রিয় পানীয়কে এতদিনে ‘স্বাস্থ্যকর’ বলে অনুমোদন দিল US FDA

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন