ফুলশয্যার রাতে চাই মদ-গাঁজা-মাংস, নববধূর আবদারে হতবাক স্বামী, তারপর ….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফুলশয্যার রাতে স্বামীর কাছে বিয়ার, গাঁজা এবং খাসির মাংস খেতে চেয়েছিলেন স্ত্রী। আর তাতেই ঘটল বিপত্তি। স্ত্রীর উপর বেজায় চটলেন স্বামী। দুই বাড়ির লোকেদের মধ্যে বচসা গড়াল থানা-পুলিশে। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

ফুলশয্যার রাতে ‘মু দিখাই’ অর্থাৎ প্রথমবার স্ত্রীর মুখ দেখার রীতির পালনের সময়ে তাঁর ‘আজব’ আবদার শুনে চটে লাল হন স্বামী। প্রথমে ওই মহিলা তাঁর স্বামীকে একটা বিয়ার এনে দিতে বলেন। দাবি পূরণও করেন স্বামী। কিন্তু তার পর চাহিদা ক্রমেই বাড়তে থাকে। গাঁজা এবং খাসির মাংসের আবদার জুড়ে বসায় তিতিবিরক্ত হয়ে ওঠেন স্বামী। নববধূ মদ, গাঁজা এবং খাসির মাংস খেতে চেয়েছে শুনে হতবাক হয়ে পড়েন শ্বশুরবাড়ির লোকজনও।

কোনওভাবেই নববধূর এই ধরনের আবদারে আমল দিতে রাজি ছিলেন না স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ফুলশয্যার রাতেই থানায় ছোটেন স্বামী। কিন্তু সেখানে পৌঁছে পুলিশের সামনে আরও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তাঁরা। স্বামীর দাবি, তাঁর নতুন বিয়ে করা বউ মহিলা নন, তৃতীয় লিঙ্গের মানুষ। পাত্রপক্ষের দাবি ঘিরে হইচই পড়ে যায়। যদিও স্ত্রীর বাপের বাড়ির লোকজন এই অভিযোগ অস্বীকার করে। দু’পক্ষের দাবি শুনে পুলিশ তাঁদের পারিবারিক বিষয় বাড়িতে মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ফুলশয্যার রাতে নববধূর এ হেন আবদারগুলি শুনে হেসে লুটোপুটি নেটিজ়েনরা।

আরো পড়ুন: সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

আরো পড়ুন: ভারতীয়দের প্রিয় পানীয়কে এতদিনে ‘স্বাস্থ্যকর’ বলে অনুমোদন দিল US FDA

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন