Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রত্যাশামতোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ হাইব্রিড মডেলে আয়োজনে শিলমোহর পড়েছে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে কোনও নিরপেক্ষ ভেনুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের আপত্তির পর আইসিসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিকবার আপত্তি জানালেও তাতে লাভ হয়নি। এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত ও পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেনুতে আয়োজিত হলে সেই নিরপেক্ষ ভেনুটা কী হবে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ কোথায় হবে সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সংযুক্ত আরব আমিরশাহীর মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহয়ানের সঙ্গে কথা বলে পিসিবি প্রধান মহসিন নকভি সিদ্ধান্ত নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, ‘পিসিবি সংযুক্ত আরব আমিরশাহীতে বেছে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে।’
২৩ ফেব্রুয়ারি গ্রুপস্তরে ভারত পাকিস্তান ম্যাচ হবে। এই গ্রুপে ভারত ও পাকিস্তান বাদে রয়েছে বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ও ২ মার্চ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটে ম্যাচই হবে দুবাইতে। গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ১৯ ফেব্রুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিপক্ষে করাচিতে। এরপর তারা ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে খেলবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
দুটো সেমিফাইনাল হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। ভারত যদি গ্রুপস্তর থেকে কোয়ালিফাই করে তাহলে সেমিফাইনাল ম্যাচ হবে দুবাইতে আর ভারত যদি কোয়ালিফাই না করে সেক্ষেত্রে ম্যাচ হবে পাকিস্তানে। ফাইনালের জন্য পাকিস্তানের পক্ষ থেকে লাহোর ঠিক করা হলেও সেটা চূড়ান্ত নয়। যদি ভারত ফাইনালে প্রবেশ করে তাহলে লাহোরের বদলে দুবাইতে হবে ম্যাচ। অর্থাৎ, পাকিস্তানে কতগুলো ম্যাচ হবে সেটা ঠিক হবে ভারত কেমন পারফর্ম করছে তারউপর।
আরো পড়ুন:– সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন
আরো পড়ুন:– ভারতীয়দের প্রিয় পানীয়কে এতদিনে ‘স্বাস্থ্যকর’ বলে অনুমোদন দিল US FDA