‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বাংলায় গেরুয়া শিবিরের (BJP) ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বঙ্গে বিজেপির উত্থানের নেপথ্যে কার অবদান সবচেয়ে বেশি তা নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে। ৪১ শতাংশ ভোট পেয়েছি।  কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি। আমি মনে করিনি, কোনও গোষ্ঠী রয়েছে দলের। আমি গোষ্ঠীর নেতা ছিলাম না, দলের নেতা ছিলাম।’

আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা

২০২১ বিধানসভা নির্বাচনের (Bidhan Sabha 2021) পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা শোচনীয় তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই প্রসঙ্গে দিলীপের আরও বক্তব্য, ‘রেজাল্ট দেবে, তাকেই নেতা করা উচিত। আমরা এখানে ৭০ বছর ধরে লড়াই করেছি, বিজেপি এগোতেই পারেনি। কিন্তু বাইরের দল থেকে এসে সমঝোতায় কোনও সমস্যা হচ্ছে না? গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব আসছে কোথা থেকে? বিভিন্ন আদর্শের লোক দলে এলে অ্যাডজাস্ট করতে সমস্যা হতেই পারে, কিন্তু সেটা যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে চিন্তায় বিষয়।’

আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন

উল্লেখ্য, বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে ঠাণ্ডা লড়াই রয়েছে দিলীপ ঘোষের। এদিন দিলীপের মন্তব্য থেকে স্পষ্ট তিনি নাম না করে সুকান্তকেই বিঁধেছেন।

আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন