ভুয়ো থার্ড পার্টি অ্যাপ চিনবেন কিভাবে ? রইলো টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমরা হামেশাই অ্যাপ ডাউনলোড করি। কিন্তু সে ক্ষেত্রে ফেক থার্ড পার্টি অ্যাপ এবং অ্যান্টি ভাইরাস সফটওয়্যার কী ভাবে বুঝতে পারব?

রামকমল রায়, ইমেলে প্রাপ্ত

উত্তর: প্রথমেই যে অ্যাপ ডাউনলোড করতে চান তার ডেভেলপারের নাম দেখে নিতে হবে। অনেক সময়ে কোনও অ্যাপ সার্চ করার ক্ষেত্রে একই নামে একাধিক অ্যাপ দেখা যায়। সে ক্ষেত্রে অ্যাপের নাম ও ডেসক্রিপশনও দেখে নেওয়া প্রয়োজন। Google Play Store অথবা Apple App Store থেকে যে কোনও অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ, রেটিং ও ডাউনলোড কাউন্ট মিলিয়ে নিলে একটা সম্ভাব্য ধারণা পাওয়া যাবে।

কোন অ্যাপ কবে পাবলিশ হয়েছে, তাও জানা প্রয়োজন। সেখানে সন্দেহজনক কিছু চোখে পড়লে অ্যাপ থেকে দূরে থাকুন। এ ছাড়া যে কোনও অ্যাপ আপনার ফোনে কী কী পারমিশন চাইছে, তা দেখেও আপনি ভুয়ো অ্যাপ চিনতে পারবেন। কোনও অ্যাপ আপনার ফোনে অপ্রয়োজনীয় ক্যামেরা, অডিয়ো, লোকেশন, ফোন কল অথবা অন্য যে কোনও পারমিশন চাইলে তা ভুয়ো অ্যাপ হতে পারে।

সেগুলি দিয়ে সাইবার প্রতারণার সম্ভবনা থাকে। গুগল প্লে প্রোটেক্টের সাহায্যে অ্যাপ এবং ডিভাইসকে ম্যালওয়ারের হুমকি থেকে রক্ষা করতে পারেন। সে জন্য প্লে স্টোর অ্যাপে প্রোফাইল আইকনে যান এবং প্লে প্রোটেক্টে ট্যাপ করুন, সেটিংসে প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ চালু করুন।

আপনার ডিভাইসটি ভেরিফাই সার্টিফাইড করে নিতে পারেন। এজন্য গুগল প্লে স্টোর অ্যাপ খুলুন। উপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। সেটিংসের যান এবং আপনার ডিভাইসটি প্লে প্রোটেক্ট সার্টিফাইড কি না, পরীক্ষা করুন। কোনও অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেলে তা ভুয়া অ্যাপ হতে পারে। কোনও বিশ্বস্ত ডেভেলপার এমন ভুল করবে না।

আরো পড়ুন: সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন