জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে অভিজিতের , বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একের পর এক সুপারহিট গান তাঁর ঝুলিতে। বাংলার ছেলে অভিজিৎ ভট্টাচার্য, বলিউড থেকে টলিউড নানা স্বাদের গানে বারবার মুগ্ধ করেছেন ভক্তদের। তবে গানের পাশাপাশি বরাবরই তিনি স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত। সম্প্রতি তাঁর একটি মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। শিল্পীর কথায়, আরডি বর্মণ মহাত্মা গান্ধীর চেয়েও মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি মহাত্মা গান্ধীকে ভারতের নয়, বরং পাকিস্তানের ‘জাতির জনক’ বলেও উল্লেখ করেছেন।

শুভঙ্কর মিশ্রের পডকাস্টে অভিজিৎ ভট্টাচার্য এদিন নানা বিষয়ে কথা বলেন। তাঁর কথায়, ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে। তাই অভিজিৎ মনে করেন, ‘গান্ধীকে ভুল করে ভারতের ‘জাতির জনক’ বলা হয়েছে। তাঁর জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।’

প্রভাবশালীর স্ত্রী পরিচয়ে মাঝরাতে বরুণের বাড়িতে প্রবেশ, কোন বিপদে পড়েছিলেন অভিনেতা?

এখানেই থামেননি অভিজিৎ। বললেন, গানের জগতে আরডি বর্মণ ছিলেন ‘জাতির জনক’। তিনি মহাত্মা গান্ধীর চেয়েও মহান মানুষ ছিলেন। যদিও বেশ কিছু কারণ ব্যাখ্যাও করেছেন শিল্পী। গায়কের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই তাঁর এহেন মন্তব্যের সমালোচনা করেছেন। অভিজিতের এই বক্তব্যে ক্ষুব্ধ নেটিজ়েনরাও। কেউ বললেন, ‘তিনি ‘জাতির জনক’ ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’ কারও আবার মতে, ‘অভিজিতের থেকে ভালো কিছু আশা করাই যায় না। এই ধরনের লোকেরা বড় চেয়ারে বসে বাজে কথা বলেন।’

‘সেটে যাঁরা চা বিক্রি করেন তাঁদেরও…’, শাহরুখের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছিল অভিজিতের?

তবে শুধুমাত্র মহাত্মা গান্ধীকে নিয়েই নয়, এই সাক্ষাৎকারে শাহরুখ থেকে সলমন সকলকে নিয়েই মন্তব্য করেছেন অভিজিৎ। শাহরুখের সঙ্গে কেন তিনি আর কখনও কাজ করতে চান না, সে কথাও যেমন বলেছেন, তেমনই সলমন প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘সলমন এখনও সেই জায়গায় যায়নি, যে তাঁকে নিয়ে আলোচনা করবেন।’

আরো পড়ুন: সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

আরো পড়ুন: ভারতীয়দের প্রিয় পানীয়কে এতদিনে ‘স্বাস্থ্যকর’ বলে অনুমোদন দিল US FDA

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন