Bangla News Dunia, দীনেশ :- জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল বিমান (Brazil Plane Crash)। ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের (Southern Brazil) গ্রামাদো অঞ্চলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে খবর।
আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে। এরপর পাশে একটি দোকানের উপর আছড়ে পড়ে। ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অল্প যাত্রী বহনে সক্ষম বিমান ছিল এটি। যদিও বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পর আগুন লেগে যায় বিমানে। বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি জনবহুল অঞ্চলে বিমান ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানটি ব্রাজিলের শিল্পপতি লুইজ ক্লাউডিও গালেয়াজির। তিনি তাঁর পরিবারের সঙ্গে সাও পাওলো থেকে এই বিমানে যাত্রা করছিলেন। দুর্ঘটনায় তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ব্রাজিল প্রশাসন।
আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা