Bangla News Dunia, দীনেশ :- ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড (Ration Card) ও রেশন (Ration) গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে বাজারের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রী আপনি তুলনায় কম টাকায় রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। তবে সরকার যেমন সুবিধা দিচ্ছে সেই সুবিধার অপব্যবহার করছে সমাজের একশ্রেণীর মানুষ। তাই বারংবার রেশন নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা প্রকাশ করে ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে, এবার থেকে সপ্তাহে চার দিন বন্ধ থাকবে রেশন দোকানে। কিন্তু কেন এমন পদক্ষেপ? জানতে হলে এই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা
Ration Rules In West Bengal
বর্তমানে বাংলায় বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রচলিত আছে। সমাজের দরিদ্র মানুষদের জন্য মধ্যবিত্ত মানুষদের জন্য আলাদা আলাদা সুবিধা দেওয়া হয়। তবে অনেকেই আছেন যারা রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য নন। ভুয়ো রেশন কার্ড বানিয়ে ঘুরপথে সুবিধা নিচ্ছেন। এহেন জালিয়াতি বাংলা জুড়ে বাড়ছে। তাই পদক্ষেপ নিতে হচ্ছে রাজ্য সরকারকে। এছাড়াও রেশন দুর্নীতি কান্ডের আপডেট সবার জানা। রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বাংলার হেভিওয়েট ব্যক্তিত্বদের। তবে রেশন সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। আসুন দেখে নেওয়া যাক কোন নতুন নিয়ম চালু হচ্ছে।
রেশন নিয়ে ফের নতুন নিয়ম চালু বঙ্গে বাংলার রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় ধরে রাজ্যে জটিলতা বাড়ছে। রেশন দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া প্রায়ই শোনা যাচ্ছে, রেশন ডিলারদের বিরুদ্ধে নানান অভিযোগ। দুয়ারে রেশন নিয়ে সামনে এসেছে বহু অভিযোগ। আর সেই আবহে এবার কড়া পদক্ষেপ নেওয়ার পথে রাজ্য সরকার। বছর শেষের আগেই তাই জারি হল নতুন নির্দেশিকা।
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
রেশন নিয়ে নতুন নিয়ম বাংলায়
বিভিন্ন সময়ে বাংলার রেশন গ্রাহকরা একাধিক অভিযোগ তুলেছেন। ভুয়ো রেশন কার্ড নিয়ে যেমন গ্রাহকদের অসন্তোষ রয়েছে ঠিক তেমন ভাবেই ওজনে কারচুপির অভিযোগের শেষ নেই! খাদ্য দফতরের তরফে প্রত্যেকটি রেশন দোকানে ওজন পরিমাপের জন্য মেশিন পাঠানো হয়েছে। কিন্তু অভিযোগ উঠছে যে, সেই মেশিনে না মেপে দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে গ্রাহকদের রেশন সামগ্রী। আবার কখনও আবার বেশি ওজন দেখিয়ে কম সামগ্রী দেওয়ারও অভিযোগ ওঠে। আবার কিছু ক্ষেত্রে এও অভিযোগ উঠছে যে, ওজন মাপার যন্ত্রের বদলে দাঁড়িপাল্লা, পাথর, ইট ইত্যাদি জিনিসও ব্যবহার হচ্ছে।
এছাড়া রাজ্য সরকারের তরফে চালু হওয়া দুয়ারে রেশন (Duare Ration) নিয়েও মাঝেমধ্যে উঠছে অভিযোগ। এই আবহে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যে দুয়ারে রেশন নিয়ে চলতে থাকা বিভিন্ন টালবাহানা কাটাতে সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট করা হয়েছে যে, এবার থেকে প্রতি সপ্তাহে ৪ দিন ডিলারদের দুয়ারে রেশন দিতে হবে।
আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !
খাদ্য দফতরের তরফে নির্দেশ, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার অবধি চলবে দুয়ারে রেশন (Duare Ration)। আর সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকানগুলি তথা ফেয়ার প্রাইস শপগুলিকে বন্ধ রাখা হবে। আর সপ্তাহের বাকি দিনগুলিতে রেশন দোকান থেকেই গ্রাহকদের উদ্দেশ্যে বিলি করা হবে খাদ্যসামগ্রী। এছাড়াও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সপ্তাহান্তে শনিবার এবং রবিবার রেশন দোকান খোলা রাখতেই হবে।