রেলে ৩৩ হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ, বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Indian-Railways

Bangla News Dunia, Pallab : ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম পরিবহন সংস্থা, যার মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী পরিবহনের সুবিধা গ্রহণ করে। এছাড়াও ভারতীয় রেল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাঁচামাল থেকে শুরু করে পণ্যদ্রব্য পৌঁছে দেওয়ার কাজে করে থাকেন। ভারতীয় রেলের যাবতীয় কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করতে প্রচুর কর্মীর প্রয়োজন। বর্তমানে কয়েক লক্ষ কর্মচারী কর্মরত অবস্থায় রয়েছেন তা সত্ত্বেও প্রতিবছর অবসর গ্রহণের পর প্রচুর শূন্য পদ তৈরি হয়।‌ এই শূন্য পদ গুলি পূরণের জন্য ভারত সরকার প্রতিবছর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকেন।

ভারতীয় রেল তাদের কাজকর্মের সুবিধার্থে রেলকে ১৯ টি শাখায় ভাগ করেছেন, যেমন- উত্তর রেলওয়ে জোন, দক্ষিণ রেলওয়ে জোন, পূর্ব রেলওয়ে জুন, পশ্চিম রেলওয়ে জোন, উত্তর-পূর্ব রেলওয়ে জোন, মধ্য রেলওয়ে জোন, দক্ষিণ মধ্য রেলওয়ে জোন ইত্যাদি । এই রেলওয়ে জোনের একাধিক বিভাগে বর্তমানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩২ হাজারেরও বেশি। নিয়োগ প্রক্রিয়াটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) তরফে সম্পূর্ণ করা হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিম্নে ভারতীয় রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

আরো পড়ুন: উদ্ধার হওয়া ৪ হাজার বছর পুরনো মানুষের হাড় জানান দিচ্ছে নরখাদকের কাহিনি

পদের নাম:

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্যপদ গুলি হল-

  •  ট্রাফিক পদ।
  • ইঞ্জিনিয়ার পদ।
  •  মেকানিক্যাল পদ।
  • অ্যাসিস্ট্যান্ট পদ।
  • ইলেকট্রিক্যাল পদ।

শূন্য পদের সংখ্যা:

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩২,৪৩৮ টি। এর মধ্যে ট্রাফিক পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ৫০৫৮ টি। ইঞ্জিনিয়ার পদে শূন্য পদের সংখ্যা ১৪,৫৩৪ টি। মেকানিক্যাল পদে শূন্য পদের সংখ্যা ৬০৮৪ টি । অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদের সংখ্যা (S&T) ২০১২ টি। ইলেকট্রিক্যাল পদে শূন্য পদের সংখ্যা ৪৭৪০ টি।

বয়স সীমা এবং মাসিক বেতন:

রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়া আবেদন কারীর মাসিক বেতন কত রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রদান করা হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থীদের কোন পদের ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক। কিছু পদে আবেদনের ক্ষেত্রে আইটিআই আবশ্যিক নয়।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী RRB অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীর পূর্বে ভারতীয় রেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করার পর পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য প্রয়োজন নেই।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের, সর্বপ্রথম কম্পিউটার ভিত্তিক Mcq টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রার্থীদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হব। সবশেষে মেরিট লিস্ট অনুযায়ী যারা এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন