ত্রিপুরা থেকে ট্রেনে করে কলকাতায় আসার ছক! পুলিশের জালে ৩ বাংলাদেশি

By Bangla News Dunia Dinesh

Published on:

bangladesh-map

 

Bangla News Dunia, দীনেশ :- ত্রিপুরা (Tripura) হয়ে কলকাতায় (Kolkata) আসার ছক কষেছিল তিন বাংলাদেশি। কিন্তু তার আগেই ধরা পড়ল পুলিশের হাতে। রবিবার বিকেলে আগরতলা স্টেশন (Agartala) থেকে ওই তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে (Bangladeshi Arrested)। ধৃতরা হলেন ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস এব মুহাম্মদ মালিক। ধৃতরা বাংলাদেশের নোয়াখালি ও হাবিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ভারতে অবৈধভাবে প্রবেশের পর আগরতলা থেকে ট্রেনে করে কলকাতা আসার পরিকল্পনা ছিল ধৃতদের। তবে গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা রেল পুলিশ, আরপিএফ এবং বিএসএফ আগরতলা স্টেশনে যৌথ অভিযানে নামে। স্টেশনে ধৃতদের চালচলন দেখে সন্দেহ হতেই আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই ওই তিন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন

বিগত কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন বাংলাদেশি নাগরিকরা (Illegal entry)। অসমেও অনুপ্রবেশের চেষ্টা করায় ছয় বাংলাদেশি ধরা পড়েছেন। যদিও তাঁদের ফের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে রবিবার মহারাষ্ট্রের থানে থেকেও রবিবার গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ আট বাংলাদেশি নাগরিককে। ওই অনুপ্রবেশকারীরাও বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে। এইভাবেই আরও অনেক বাংলাদেশি ভারতে পরিচয় গোপন করে লুকিয়ে রয়েছেন বা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছে পুলিশ।

আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন