বদলে যাচ্ছে আইন, পঞ্চম-অষ্টমে ফের ফিরছে পাশ-ফেল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণির জন্য ‘নো-ডিটেনশন পলিসি’ বাতিল করতে চলেছে ৷ ফলে ফের স্কুলের এই দুটি ক্লাসের বার্ষিক পরীক্ষায় পাশ-ফেল প্রথা চালু হতে চলেছে ৷ তবে এক্ষেত্রে একবার কেউ পরীক্ষায় পাশ করতে না পারলে তাকে আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাতে পাশ করলেই সংশ্লিষ্ট পড়ুয়া পরের ক্লাসে চলে যেতে পারবে।

2019 সালে শিক্ষার অধিকার আইন (RTE) সংশোধনের পরে, অন্তত 16টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে দুটি শ্রেণীর জন্য ‘নো-ডিটেনশন নীতি’ বাতিল করেছে। এবার গোটা দেশেই কেন্দ্রীয় সরকারের স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু হচ্ছে।

আরো পড়ুন:পৃথিবীর চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলের সন্ধান মিলল, এই বিপুল জল রয়েছে কোথায়?

কেন্দ্রীয় সরকার তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষা পর যদি কোনও ছাত্র পদোন্নতির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে দু’মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সেই পরীক্ষায় পাশ করলেই তার আর বছর নষ্ট হবে না। কিন্তু পড়ুয়া যদিও আবারও পাশ করতে না পারে তাহলে তাকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই রেখে দেবে স্কুল। পরের বছর পরীক্ষায় বসতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্রকে ওই শ্রেণীতে রাখার সময়, শ্রেণী শিক্ষক প্রয়োজনে ছাত্রের পাশাপাশি তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলবেন ৷ কীভাবে পড়াশুনো চালিয়ে নিয়ে গেলে সাফল্য আসবে তা নিয়ে পরামর্শও দেবেন শিক্ষক। তাছাড়া পড়ুয়া ঠিক কোন জায়গায় পিছিয়ে আছে সেটাও পরিবারের সদস্যদের বুঝিয়ে দেবেন শিক্ষক।

অন্যদিকে, সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা শেষ না-হওয়া পর্যন্ত কোনও শিশুকে কোনও স্কুল থেকে বহিষ্কার করা হবে না। শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের মতে, এই বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদ্যালয় বিদ্যালয় এবং সৈনিক স্কুল-সহ কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত 3000 টিরও বেশি বিদ্যালয়ে প্রযোজ্য হবে।

আরো পড়ুন: ভারতীয় সেনার ‘কন্ডোম স্ট্র্যাটেজি’-তে কুপোকাত পাকিস্তান, জানুন ‘একাত্তরের যুদ্ধে’র অজানা কাহিনি

আরো পড়ুন:– শাহরুখের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছিল অভিজিতের? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন