‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশের হাই কমিশন। সোমবার সন্ধ্যায় চিঠির প্রাপ্তিস্বীকার করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। তবে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ মোদী সরকার।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশনের থেকে একটি ‘নোট ভার্বালে’ (স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা) পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

আরো পড়ুন:– পৃথিবীর চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলের সন্ধান মিলল, এই বিপুল জল রয়েছে কোথায়?

এ দিনই সকালে বাংলাদেশের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনতে বাংলাদেশ সরকার তাঁকে ফেরত চাইছে। বিষয়টি ইতিমধ্যে ভারতকে জানানো হয়েছে।’ প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই সময়েই বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই আছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বা অভিযুক্ত প্রত্যর্পণের বিষয়ে একটি চুক্তি রয়েছে। হাসিনার আমলেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তিনি ভারতে চলে আসার পর তাঁর বিরুদ্ধে অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। তাই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের আবেদনে হাসিনাকে ফেরাতে বাধ্য ভারত। তবে ওই চুক্তিরই শর্ত অনুযায়ী ভারত যদি মনে করে, রাজনৈতিক কারণে হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, অথবা, বাংলাদেশের আদালতে হাসিনার ন্যায়বিচার পাওয়ার আশা নেই, সেই ক্ষেত্রে আপত্তি তুলতে পারে। এ ছাড়া, বিভিন্ন আইনি জটিলতায় হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখার বিকল্প রয়েছে নয়া দিল্লির হাতে।

আরো পড়ুন: ভারতীয় সেনার ‘কন্ডোম স্ট্র্যাটেজি’-তে কুপোকাত পাকিস্তান, জানুন ‘একাত্তরের যুদ্ধে’র অজানা কাহিনি

আরো পড়ুন:– শাহরুখের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছিল অভিজিতের? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন