আবারও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরী নিম্নচাপ, ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কখনো ঠান্ডা, কখনো আবার মেঘলা। ভরা শীতের মরশুমে মেঘলা আবহাওয়া, বৃষ্টির কারণে দিন কয়েক হয়েছিল জবুথবু অবস্থা। এখন আবার আকাশ পরিষ্কার। ঠান্ডাও কম না। রাত ও ভোরের দিকে রীতিমতো কাঁপুনি ধরানোর মতো পারদ পতন। যদিও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আপাতত বাংলায় শীত ঢুকতে বাধা পাচ্ছে। যাইহোক, আজ মঙ্গলবারও কি একই রকম থাকবে আবহাওয়া? শীতের গরম গরম আপডেট জারি করেছে কলকাতার আবহাওয়া দফতর। কেমন থাকবে আবহাওয়া জেনে নিন ঝটপট।

আরো পড়ুন: ভারতীয় সেনার ‘কন্ডোম স্ট্র্যাটেজি’-তে কুপোকাত পাকিস্তান, জানুন ‘একাত্তরের যুদ্ধে’র অজানা কাহিনি

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ফের নীল আকাশে বাড়তে চলেছে মেঘেদের আনাগোনা। সেই সঙ্গে থাকবে কুয়াশা। মঙ্গলবার থেকে আকাশের নতুন করে মেঘের সঞ্চারণ হওয়ার সম্ভবনা রয়েছে।  সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে, সঙ্গে কুয়াশা ও তাপমাত্রা ক্রমে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আজ ঠাণ্ডা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়তে চলেছে। মেঘ কেটে যাওয়ার পর থেকে নতুন করে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। ২৪ ডিসেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা তেমন নেই। তবে দার্জিলিংয়ে রয়েছে বরফ পড়ার সম্ভবনা। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে কুয়াশা ও মেঘের আস্তরণ। আপাতত তাপমাত্রা সেখানে থাকবে রীতিমতো ঠান্ডায় জমিয়ে দেওয়ার মতো। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।

আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী কয়েক দিন পারদের পতন জারি থাকবে। বুধবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। তবে আকাশে ভালো মেঘ থাকার আভাস দেওয়া হয়েছে। আগামী দুই দিন দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ঘন কুয়াশার আস্তরণ দেখার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।  সপ্তাহের শেষের দিকে কলকাতা, হাওড়া সহ একাধিক জায়গায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন