Bangla News Dunia, Pallab : ২০২৪ সাল শেষ হওয়ার আগে কোটি কোটি মোবাইল ব্যবহারকারীকে বড় চমক দিল ট্রাই (Telecom Regulatory Authority of India)। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ট্যারিফের নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও কল এবং এসএমএসের জন্য ব্যবহারকারীদের বিশেষ প্ল্যান দিতে হবে। যা এখন সরাসরি লক্ষ লক্ষ কোটি কোটি ফোন ব্যবহারকারীকে উপকৃত করবে। যারা শুধু কল ও মেসেজ ব্যবহার করেন এবং ডেটার প্রয়োজন হয় না তাদের জন্য এই ফিচারটি খুবই সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
TRAI-এর নতুন নিয়ম
সূত্রের খবর, ট্রাই আগামী দিন থেকে টেলিকম সংস্থাগুলিকে ব্যবহারকারীদের কমপক্ষে একটি বিশেষ ট্যারিফ ভাউচার সরবরাহ করতে বলা হয়েছে, যা কেবল ভয়েস কল এবং SMS পরিষেবার জন্য থাকবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন পর্যন্ত হতে পারে। স্পেশাল রিচার্জ কুপনের সময়সীমা, যা আগে ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা বাড়িয়ে ৩৬৫ দিন করা হয়েছে। শুধু তাই নয়, টেলিকম সংস্থাগুলি যে কোনও পরিমাণের স্পেশাল রিচার্জ ভাউচার ইস্যু করতে পারবে, তবে তাদের কমপক্ষে ১০ টাকার ভাউচারও ইস্যু করতে হবে।
এমনিতে যত সময় এগোচ্ছে ততই ফোন রিচার্জ করা যেন আরও মহার্ঘ্য হয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে দেশের বড় বড় টেলিকম সংস্থা যেমন Vi থেকে শুরু করে Airtel, Jio-র মত সংস্থাগুলি নিজেদের ট্যারিফ মূল্য এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। যে কারণে স্বাভাবিকভাবে মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে। এমনিতে মূল্যবৃদ্ধির মারে সকলেই চিন্তিত তার ওপর এখন টেলিকম সংস্থাগুলিও নিজেদের রিচার্জ মূল্য এক লহমায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবে ট্রাই এর তরফে এখন জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী সকলের মধ্যে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইছে।
উপকৃত হবেন গ্রাহকরা
TRAI -এর এহেন সিদ্ধান্তের জেরে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে এখন গ্রাহকদের কেবল তারা যে পরিষেবাগুলি ব্যবহার করছেন তার জন্য অর্থ প্রদান করতে হবে। প্রবীণ নাগরিক এবং যাঁরা ইন্টারনেট ডেটা ব্যবহার করেন না, বিশেষ করে যাঁদের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, তাঁদের জন্য এই পরিবর্তন খুবই উপকারী।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?