জন্মদিনে ডেকে বিবস্ত্র করে গায়ে প্রস্রাব, করা হল ভিডিও ! অপমানে আত্মঘাতী দলিত কিশোর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ১৬ বছরের এক কিশোর, স্থানীয় একজনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল তাঁর। কিন্তু সেই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পর যা ঘটে তাঁর সঙ্গে সেটি স্বপ্নাতীত ছিল তাঁর কাছে। বিবস্ত্র করে মারধর করা হয় তাঁকে। এরপর প্রস্রাব করে দেওয়া হয় তাঁর গায়ে! আর সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ওই দলিত কিশোর। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বস্তি জেলায়। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগও উঠেছে।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

ঘটনাটি ঘটে ২০ ডিসেম্বর। সেদিন ওই কিশোরকে বিবস্ত্র করে মারধর করার এবং তাঁর গায়ে প্রস্রাব করে দেওয়ার পুরো ঘটনাটির ভিডিও করা হয়। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে থুতু চাটতেও বাধ্য করা হয় কিশোরকে। এমনটা অভিযোগ করেছেন মৃত কিশোরের পরিবারের লোকজন। তাঁরা জানান, সেদিন অনুষ্ঠান থেকে ফিরে বাড়ির লোককে সব জানায় ওই কিশোর। এরপর সবার অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। মৃতের পরিবার আরও অভিযোগ করে যে, সেই কিশোরের মৃতদেহ নিয়ে তাঁরা পুলিশ সুপারের অফিসে গেলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। তবে পরে অনেক টালবাহানার পর অভিযোগ গ্রহণ করে তাঁরা। এই প্রসঙ্গে বস্তির সহকারী পুলিশ সুপার প্রদীপকুমার ত্রিপাঠী বলেন, “অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।”

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন