সরকারি কর্মীদের নতুন বছরে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল 12% !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চলতি বছরের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর বছরের শেষের দিকেই রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর শোনালেন রাজ্য সরকার। সুখবরটি হলো এক ধাক্কায় তাদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA বৃদ্ধি করা হয়েছে 7% থেকে 12% পর্যন্ত।

যার ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী। আমাদের আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন এই মহার্ঘ ভাতা বৃদ্ধি সম্বন্ধিত সমস্ত রকম বিস্তারিত তথ্য। সুতরাং দেরি না করে অবশ্যই প্রতিবেদনটা সম্পূর্ণটা পড়ুন।

এই যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে হয়নি। এটা ঘটেছে প্রতিবেশী রাজ্য বিহারে । বিহার সরকার পঞ্চম এবং ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলে কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত কর্মীদের জন্য আলাদা আলাদা হারে DA বাড়ানোর ঘোষণা করেছেন।

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

ক্যাবিনেট বৈঠকের মূল সিদ্ধান্ত –

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে কয়েকটি দাঙ্গে তাদের রাজ্যের মন্ত্রিসভায় একটি বৈঠকে শুধু DA বৃদ্ধিই নয়, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলি হলো –

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন –

1.বিহার রাজ্যে 2500টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন করে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওই বৈঠকে।
2.যার জন্য মোট 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
3.অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিছু খরচা ধার্য করা হয়েছে 12 লক্ষ টাকা।

  1. আর এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য 255 কোটি টাকা ঋণ নেবে বিহার সরকার NABARD এর কাছ থেকে এবং বাকি 45 কোটি টাকা দেবে নিজের অর্থ ভাণ্ডার থেকে।

পৌরসভা উন্নয়নের জন্য অনুদান –

রাজ্যের পৌরসভা গুলির উন্নয়ন করার জন্য বাণিজ্যিক কর্ম বিভাগের মাধ্যমে মোট 93.39 কোটি টাকা অনুদান বরাদ্দ করা করেছে বিহার সরকার। এই অর্থ উন্নয়নমূলক কাজে ব্যবহৃত করা হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষার উন্নয়ন ঘটানো –

বিহারের পাটনা একটি কাউন্সিল অতিরিক্ত কক্ষ নির্মাণের জন্য মোট 34.26 কোটি টাকা বরাদ্দ করেছে।

মুখ্যমন্ত্রীর নিতীশ কুমার নেতৃত্বে বিহার সরকারের এই নতুন পদক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয়, এর পাশাপাশি রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষদের উপরে এক বিশেষ ভূমিকা পালন করবে, এটা বলাই বাহুল্য।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন