শ্রীময়ীর সন্তান প্রসব করতে খরচ ৬ লক্ষ! বিধানসভায় বিল জমা দিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- গত নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে গত ৩ নভেম্বর এই কন্যা সন্তানের পিতা হন কাঞ্চন। সেই হাসপাতালের বিল হয় ৬ লক্ষ টাকা। বিল মিটিয়ে স্ত্রী-কন্যাকে বাড়িতেও নিয়ে আসেন কাঞ্চন। এবার সেই হাসপাতাল বিল তিনি জমা দিলেন বিধানসভায়। বিলে অর্থের পরিমাণ দেখে স্বাভাবিকভাবেই চমকে যান আধিকারিকেরা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়কেরা বেতনের পাশাপাশি একাধিক ভাতা-সহ মাসে এক লক্ষ ২১ হাজার টাকা পান। এর পাশাপাশি স্বাস্থ বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধাও পান তাঁরা। কোনও বিধায়ক যদি হাসপাতালের বিল জমা করেন তার খরচ বহন করে বিধানসভা।

এই প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাস্থ্য সংক্রান্ত বিল ছাড়পত্র দেওয়ার আগে আমি নিজে সব দেখি। এ ক্ষেত্রেও আমি নিজেই সব কাগজপত্র খুঁটিয়ে দেখব। তার পর যদি কোনও প্রশ্ন দেখা দেয় তা হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়ে কথা বলব।’’

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

এত টাকার বিল জমা দেওয়ার ব্যাপারটি নিয়ে কাঞ্চনকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘আপনারা যেখান থেকে বিলের ব্যাপারে জেনেছেন, সেখান থেকেই বাকি বিষয়টি জেনে নিন।’’

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন