Bangla News Dunia, দীনেশ :- বিমানে ভ্রমণ করার সময় একঘেয়েমির অনুভূতি কমবেশি অনেকেরই হয়েছে। কঠোর নিয়ম,খাবার এবং পানীয় নিয়ে ভ্রমণের উপর বিধিনিষেধ, এই বিষয়গুলি আপনার যাত্রাকে একটু কম আনন্দদায়ক করে তুলতেই পারে। তবে সম্প্রতি ইন্ডিগোর একটি বিমানে দেখা গেল একেবারে অন্যরকম একটি ছবি।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন যাত্রী ৩৬,০০০ ফুট উচ্চতায় থাকা বিমানের ভেতরের অন্য যাত্রীদের পরিবেশন করছেন চা। ঠিক ভারতীয় ট্রেনের চা-বিক্রেতাদের কায়দায় বিমানের মধ্যে হেটে চা পরিবেশন করার এই দৃশ্য স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেট নাগরিকদের। পোস্টটিকে ঘিরে নানান কমেন্টের যেন ঝড় বয়ে যাচ্ছে।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
কেউ কেউ যেমন প্রশ্ন করেছেন যে কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে তাঁরা চা নিয়ে বিমানে উঠতে পারল। আবার কারও মন্তব্য, এমন কাজ ভারতীয়দের দ্বারাই সম্ভব। একজন কমেন্ট বক্সে লিখেছেন, “আমিতো এতে কিছু ভুল দেখছি না।তাঁরা নিজেদের বাড়িতে বানানো চা নিয়ে এসে সেটাই উপভোগ করছে।”
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?