Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতবাসীর কাছে আধার কার্ড (Aadhaar Card) যে খুবই জরুরী ডকুমেন্ট তা তো আর আলাদা করে বলার নয়। আধার কার্ড থাকলে যেকোনো কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। ভারতবাসীর প্রয়োজনীয় পরিচয় পত্র হিসেবে বিবেচিত হয় এই আধার কার্ড। কিন্তু অনেকেই জানেন না শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনি হাজার হাজার টাকা পেতে পারেন। ভাবতে অবাক লাগছে? আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।
Money Withdrawal By Aadhaar Card
একজন ব্যক্তির কাছেই আধার কার্ড থাকলে তিনি যেমন নানান জায়গায় সুযোগ-সুবিধা পান তেমন ভাবেই হাতে আধার কার্ড থাকলে আপনি টাকাও তুলতে পারবেন। অনেকেই এই প্রসেস জানেন না। তাই অবশ্যই আপনার সময় থাকতে জেনে রাখা জরুরী। তাহলে প্রয়োজনে আপনিও ডেবিট কার্ড ছাড়া আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনেক সময় হয় ব্যক্তির টাকার প্রয়োজন হয়।
কিন্তু তৎক্ষণাৎ কোথা থেকে টাকা পাওয়া যাবে তার কূলকিনারা করা যায় না। তবে এখন হঠাৎ করে টাকার প্রয়োজন হলে এটিএম ভরসা। কিন্তু মনে করুন আপনার কাছে ডেবিট কার্ড নেই। সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই এটিএম থেকেই টাকা তুলতে চাইবেন। আর সঙ্গে যদি আধার কার্ড থাকে তাহলে ডেবিট কার্ড ছাড়াও টাকা তোলা সম্ভব শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে। আর আপনি যদি সেই পদ্ধতি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
আরো পড়ুন:– ভারতীয় সেনার ‘কন্ডোম স্ট্র্যাটেজি’-তে কুপোকাত পাকিস্তান, জানুন ‘একাত্তরের যুদ্ধে’র অজানা কাহিনি
আধার কার্ড ব্যবহার করে টাকা তুলবেন কিভাবে
আধার কার্ড ব্যবহার করে কেবল টাকা তোলাই যে যায় তা নয়, বরং নগদ টাকা জমা দেওয়া, টাকা পয়সার লেনদেনও করা সম্ভব হয়। আপনার এই বিষয় জেনে রাখা দরকার যে আধার ভিত্তিক টাকা-পয়সা লেনদেনের ব্যবস্থা নিয়ে এসেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরটি অফ ইন্ডিয়া। আর একেই বলা হচ্ছে আধার এনেব্লড পেমেন্ট সিস্টেম বা এইপিএস (AEPS Payment System).
এখন প্রশ্ন হল এই ব্যবস্থা আসলে কি? এইপিএস হল এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে আপনি টাকা তোলা অথবা জমা দেওয়া যেতে পারে। শুধু তাই নয়, আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তাও পারবেন। আপনি এই কাজ করতে পারবেন শুধু মাত্র ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার করেই। আর এমনও যদি হয় যে, সঙ্গে আপনার আধার কার্ড নেই কিন্তু আপনার আধার নম্বরটি আছে, তা হলেও চলবে। আপনি আধার নম্বর দিয়েই ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে অথবা মাইক্রো এটিএমের সাহায্যে টাকাপয়সার লেনদেন করতে পারবেন।
তবে এই প্রক্রিয়ার জন্য অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে। না হলে কিন্তু টাকা তোলা যাবে না। আরও একটি ব্যাপার হল এই যে, ব্যাঙ্ক থেকে যখন আপনি টাকা তুলবেন, সেখানে থাকতে হবে এইপিএস ব্যবস্থা। না হলে এভাবে টাকা তোলা যাবে না। একমাত্র তাদেরই মাইক্রো এটিএমেই আপনি টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রেও মাইক্রো এটিএমে থাকতে হবে এইপিএস ব্যবস্থা। সাধারণত মাইক্রো এটিএমে তেমন ধরনের ব্যবস্থা থাকে। পাশাপাশি, আপনি পোস্ট অফিসে গিয়েও এই পদ্ধতি অনুসরণ করে টাকা তুলতে পারেন।
আধার কার্ড দিয়ে টাকা তোলার পদ্ধতি
আপনি যদি এভাবে টাকা তুলতে চান তবে প্রথমে এইপিএস সিস্টেমে বা মাইক্রো এটিমে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বরটি। এরপর বায়োমেট্রিক অথেন্টিকেশন করে নিতে হবে। আর তার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে বুড়ো আঙুলে চাপ দিন। আর বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরেই আপনি টাকা তোলার অপশন দেখতে পাবেন। আপনি কত টাকা তুলতে চান, সেটি উল্লেখ করুন। আর তারপর আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। আর আপনার অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। ব্যাঙ্ক কর্মী বা পোস্ট অফিসের কর্মীরা সেই টাকা আপনার হাতে দিয়ে দেবেন। এই পদ্ধতিতে আপনি দিনে প্রায় ১০ থেকে ৫০ হাজার অবধি নগদ তুলতে পারবেন।