Bangla News Dunia, দীনেশ :- গত বছরের বড়দিন থেকে 2024 সালের 25 ডিসেম্বর পর্যন্ত একাধিক কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে। বেঞ্চমার্ক সূচক সেনসেক্সেও এই সময়ের মধ্যে দুরন্ত গতি দেখা গিয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, গত বছরের 25 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত BSE Sensex প্রায় 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে স্মলক্যাপ বিভাগের সূচক প্রায় 6 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। একটি সংস্থার বিশ্লেষণ অনুসারে, এই সময়ের মধ্যে 88 টি স্মলক্যাপ স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Returns)। এগুলির মধ্যে আটটি কোম্পানির স্টক বেছে নিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকগুলিতে মাত্র এক বছরে বিনিয়োগকারীদের সম্পদ 250 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
V2 Retail
এই স্মলক্যাপ কোম্পানির শেয়ারের দাম গত বছরের বড়দিন থেকে এখনও পর্যন্ত প্রায় 447 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। স্টকের দাম 292 থেকে বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে 1597 টাকায়।
ইন্দো টেক ট্রান্সফর্মারস
Indo Tech Transformers -এর শেয়ারে বিনিয়োগকারীরা মাত্র এক বছরে পেয়েছেন প্রায় 378 শতাংশ রিটার্ন। স্টকটির মূল্য 629 টাকা থেকে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 3007 টাকায়।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?
শৈলি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস
এই কোম্পানির শেয়ারের মূল্য 335 টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে 1468 টাকায়। অর্থাৎ Shaily Engineering Plastics -এর স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় 338 শতাংশ রিটার্ন।
রিফেক্স ইন্ডাস্ট্রিজ
Refex Industries -এর স্টকের দাম গত এক বছরে প্রায় 311 শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্টকটির মূল্য গত বছর একই সময়ে ছিল 120 টাকা। সেখান থেকে তা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 495 টাকায়।
পিজি ইলেক্ট্রোপ্লাস্ট
এই কোম্পানির শেয়ারের দাম গত বছরের বড়দিন থেকে এখনও পর্যন্ত প্রায় 295 শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্টকটির মূল্য 244 থেকে ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে 966 টাকায়।
Garware Hi-Tech Films
সংস্থাটির শেয়ারেও বড় অঙ্কের মুনাফা হয়েছে। মাত্র বারো মাসে স্টকটির মূল্য 260 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ারের দাম 1433 টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে 5153 টাকায়।
পিসি জুয়েলার
এই সংস্থার শেয়ারের দাম এক বছরের নিরিখে প্রায় 259 শতাংশ বৃদ্ধি পেয়েছে। PC Jeweller -এর স্টকের দাম 5 থেকে বেড়ে পৌঁছেছে 17 টাকায়।
Wockhardt
এই কোম্পানির শেয়ারের দাম গত এক বছরে প্রায় 255 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। স্টকটির দাম 420 থেকে বেড়ে হয়েছে 1490 টাকা।
(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ সম্পূর্ণরূপে তাঁদের নিজস্ব।)