সস্তা হল সোনা এবং রুপো, দেখে নিন আজ শহরে কত টাকায় বিকোচ্ছে দুই ধাতু

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- আন্তর্জাতিক বাজারে সামান্য বাড়ল সোনার দাম। গত কয়েক দিন ধরে ফ্ল্যাট ট্রেডের পর মঙ্গলবার সামান্য বৃদ্ধি পায় বুলিয়নের মূল্য। বর্তমানে বিনিয়োগকারীদের একাংশ মার্কিন আর্থিক তথ্যগুলির উপর ফোকাস রেখেছেন। আগামী দিনে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমাবে কিনা তা নিয়ে এই তথ্যগুলির মাধ্যমে মিলতে পারে ইঙ্গিত। বিশ্লেষকদের একাংশের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমালে বুলিয়ন বাজারেও দেখা যেতে পারে গতি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কোনও আর্থিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনার মতো বিষয় সামনে এলে বিনিয়োগকারীরা সোনায় লগ্নির দিকে ঝোঁকেন। এর ফলে চড়চড় করে বাড়ে হলুদ ধাতুর মূল্য। মূলত অন্যান্য লগ্নির মাধ্যমের তুলনায় নিরাপদ আশ্রয় হিসাবে সোনাকে বেছে নেন তাঁরা। ডলারের সূচকে পতনের ক্ষেত্রেও গতি বাড়ে হলুদ ধাতুর মূল্যে।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

গতকাল আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম 0.04 শতাংশ বেড়ে হয়েছে 2616 মার্কিন ডলার প্রতি আউন্স। অন্যদিকে, রুপোর দামে সামান্য পতন হয়েছে। স্পট সিলভারের মূল্য 0.17 শতাংশ নিম্নগামী হয়ে ছিল 29.93 মার্কিন ডলার প্রতি আউন্স। এদিকে স্পট প্ল্যাটিনামের দাম 0.63 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 965 ডলার প্রতি আউন্স। স্পট প্যালাডিয়ামের দামও গতকাল সামান্য বেড়েছে। প্যালাডিয়ামের মূল্য 1.56 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছিল 975 ডলার প্রতি আউন্স।

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

খুচরা বাজারের দর

বুধবার দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম সামান্য কমেছে। এদিন 24 ক্যারেটের হলুদ ধাতুর মূল্য 10 টাকা কমে হয়েছে 77340 টাকা। 22 ক্যারেটের সোনার প্রতি দশ গ্রামের দাম 10 টাকা হ্রাস পেয়ে হয় 70890 টাকা। 18 ক্যারেটের সোনার দাম 10 টাকা হ্রাস পেয়ে হয়েছে 58000 টাকা। রুপোর প্রতি কিলোগ্রামের দাম 100 টাকা নিম্নগামী হয়ে ছিল 91300 টাকা।

কলকাতায় সোনা এবং রুপোর দাম

আজ কলকাতায় পাকা সোনা কিনতে ব্যয় করতে হয়েছে 77340 টাকা। গয়নার সোনার দর ছিল 70890 টাকা। 18 ক্যারেটের সোনার মূল্য ছিল 58000 টাকা। এদিন কলকাতায় রুপোর প্রতি কিলোগ্রাম বিকিয়েছে 91300 টাকায়।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা এবং রুপোর দাম

গতকাল MCX বন্ধ হওয়ার সময় ফেব্রুয়ারির গোল্ড ফিউচারের দর 0.15 শতাংশ বেড়ে হয় 76255 টাকা প্রতি দশ গ্রাম। এদিকে মার্চের সিলভার ফিউচারের মূল্য 0.28 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছিল 89370 টাকা প্রতি কিলোগ্রাম।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন