‘সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি হয় না’, বিরোধীদের অনাস্থা প্রসঙ্গে বললেন ধনকর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এবার মুখ খুললেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। বললেন, ‘বাইপাস সার্জারির জন্য কখনও সবজি কাটার ছুরি ব্যবহার করবেন না।’

এদিন দেশের মহিলা সাংবাদিকদের সঙ্গে সস্ত্রীক এক ঘরোয়া আলোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন, ‘উপরাষ্ট্রপতির পদ থেকে আমাকে সরানোর জন্য যে নোটিশ আনা হয়েছিল, সেটি দেখে আমি অবাক। চন্দ্রশেখরজি একবার বলেছিলেন, ‘বাইপাস সার্জারির জন্য কখনও সবজি কাটার ছুরি ব্যবহার করবেন না।’ কিন্তু এই নোটিশ তো সবজি কাটার ছুরি নয়, এটি ছিল মরচে ধরা। নোটিশটি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল। আমি যখন এটি পড়ি, স্তম্ভিত হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘এই নোটিশে এমন ভুল ছিল, যা দেখে মনে হয়েছে এটি গুরুত্বসহকারে তৈরি করা হয়নি।’

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

উল্লেখ্য, শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীরা এই অনাস্থা প্রস্তাব এনেছিল। তাঁদের অভিযোগ ছিল যে, ধনকর রাজ্যসভার আলোচনা চলাকালীন বিরোধী সাংসদদের বক্তব্য রাখার সুযোগ দেন না। বিশেষ করে, সোনিয়া গান্ধি ও জর্জ সোরোস প্রসঙ্গে বিজেপি সাংসদদের আক্রমণের প্রতিক্রিয়া জানাতে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল কংগ্রেস।

যদিও এই অনাস্থা প্রস্তাব খারিজ করা হয় বিভিন্ন কারণে। এর মধ্যে ছিল ধনকরের নাম ভুল লেখা এবং ১৪ দিনের নোটিশ পিরিয়ড না মানা।

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রসঙ্গে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, ‘সবচেয়ে অবাক লাগল, আপনাদের (মহিলা সাংবাদিকদের) কেউ এটি পড়েননি। যদি পড়তেন, তাহলে হয়তো কয়েকদিন ঘুমোতে পারতেন না।’

ধনকর মতপ্রকাশের অধিকারের উপর জোর দিয়ে বলেন, ‘মতপ্রকাশের অধিকারই হল গণতন্ত্রের সংজ্ঞা। যদি মতপ্রকাশের অধিকার সীমিত করা হয়, বা কোনও চাপে এটি খর্ব করা হয়, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। এটি গণতন্ত্রের বিকাশের পরিপন্থী।’

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন