Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিল টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। মোবাইল রিচার্জ নিয়ে টেলিকম অপারেটরদের নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে ট্রাই-এর তরফে। সেখানে বলা হয়েছে, ভয়েস কল এবং মেসেজের জন্য আলাদা করে রিচার্জ ভাউচার আনতে হবে টেলিকম অপারেটরদের, যার মধ্যে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকবে না। এর জেরে যাঁদের ইন্টারনেটের প্রয়োজন পড়ে না, তাঁদের মোবাইল রিচার্জের খরচ কমবে বলে আশা করা হচ্ছে। প্রায় ১৫ কোটি ২জি ব্যবহারকারী এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
৪জি পরিষেবা শুরুর পর থেকেই দেশের মোবাইল ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ইন্টারনেটের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। তাই বর্তমানে অধিকাংশ রিচার্জ প্ল্যানেই অন্তর্ভুক্ত থাকে ইন্টারনেট ডেটা। ডেটার পরিমাণের তারতম্যের উপর রিচার্জের অঙ্কের ফারাক হয়। কিন্তু ভারতে এখনও প্রচুর মোবাইল ব্যবহারকারীদের প্রতিদিন ডেটার প্রয়োজন হয় না। ফোন কল এবং মেসেজের জন্যই মোবাইল ব্যবহার করেন তাঁরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা যে সব রিচার্জের অপশন রয়েছে, তাতে ইন্টারনেট ডেটাও অন্তর্ভুক্ত থাকছে। এর জেরে প্রয়োজনের তুলনায় বেশি খরচের রিচার্জ করতে হচ্ছে তাঁদের। গত কয়েক মাসে এই সব রিচার্জের খরচ বেশ খানিকটা বেড়েছে। এর জেরে হাঁসফাঁস অবস্থা হয়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের একাংশের। এই পরিস্থিতি বদলাতেই ট্রাই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
নতুন নির্দেশিকায় ট্রাই জানিয়েছে, প্রত্যেক মোবাইল অপারেটরকে স্পেশ্যাল ট্যারিফ ভাউচার (এসটিভি) আনতে হবে, যাতে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকবে না। কেবল ভয়েস কল এবং মেসেজিংয়ের সুবিধা মিলবে। ৩৬৫ দিনের ভ্যালিডিটি থাকবে, এ রকম এসটিভি অন্তত একটি আনতে হবে।
ট্রাই-এর তথ্য অনুযায়ী, ভারতের ১৫ কোটি মোবাইল ব্যবহারকারীর ইন্টারনেট ডেটার প্রয়োজন পড়ে না। এই সিদ্ধান্তে তাঁরা খুবই উপকৃত হবেন। পাশাপাশি ডুয়াল সিম রয়েছে যাঁদের, তাঁদের তুলনায় কম ব্যবহার করা সিম রিচার্জেও সুবিধা মিলতে পারে। রিচার্জের ক্ষেত্রে আরও ফ্লেক্সিবিলিটি আনতেই এই উদ্যোগ ট্রাই-এর।
আরো পড়ুন:– ধোনির রাঁচির বাড়িতে বেআইনি কার্যকলাপ? বিস্তারিত জানতে পড়ুন …
আরো পড়ুন:– এও তাহলে সম্ভব হল, ইতিহাস লিখে সূর্যকে ছুঁল পার্কার