আধুনিক ভারতের স্থপতি , ভারতীয় রাজনীতির শিখর পুরুষ ! জানুন অজানা ‘অটল”

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

atal bihari vajpayee with modi

Bangla News Dunia, Pallab : আজ বড়দিন ৷ তবে এছাড়াও 25 ডিসেম্বর ভারতবাসীর কাছে একটি বিশেষ দিন । কারণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ৷ আজ তাঁর 100তম জন্মবার্ষিকী ৷

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে একবিংশ শতাব্দীতে ভারতের উত্তরণের স্থপতি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, “ওই বিজেপি নেতা দৃঢ় সংস্কারের সূচনা করেছিলেন ৷ তিনি ভারতের অর্থনৈতিক উত্থানের মঞ্চ তৈরি করেছিলেন ।”

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

বাজপেয়ীর 100 তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাতে তিনি লিখেছেন, অটল বিহারী বাজপেয়ী তাঁর দীর্ঘ সংসদীয় মেয়াদে বেশিরভাগটাই মূলত বিরোধী বেঞ্চে কাটিয়েছেন ৷ কিন্তু কখনও বিরোধীদের প্রতি তিক্ততার চিহ্নও বহন করেননি ৷ যদিও কংগ্রেস তাঁর শেষ সীমা পর্যন্ত নীচে নেমে গিয়ে বাজপেয়ীকে ‘দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন বলে লিখেছেন নমো ।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদির
মোদি বলেন, “অটল বিহারী বাজপেয়ী একজন রাষ্ট্রনায়ক হিসাবে শিড়দাঁড়া সোজা করে দাঁড়িয়েছিলেন ৷ তিনি এখনও অগণিত মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন ।” প্রধানমন্ত্রীর কথায়, “বাজপেয়ী এমন একটি সময়ে স্থিতিশীল এবং কার্যকর শাসন ব্যবস্থা প্রদান করেছিলেন, যখন নব্বই দশকের রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণ অধৈর্য এবং সরকারের ক্ষমতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছিল ৷ কারণ তখন প্রায় নয় বছরে চারটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ।”

তিনি আরও বলেন, “সাদামাটা শিকড় থেকে আসা বাজপেয়ী সাধারণ নাগরিকের সংগ্রাম এবং কার্যকর শাসনের রূপান্তরকারী শক্তি উপলব্ধি করেছিলেন ৷ তাঁর নেতৃত্বের দীর্ঘমেয়াদী প্রভাব বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান । তাঁর যুগ তথ্য প্রযুক্তি, টেলিকম এবং যোগাযোগের জগতে একটি বিশাল পরিবর্তন চিহ্নিত করেছে ।”

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন