Bangla News Dunia, দীনেশ :- গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) বাংলাদেশের (Bangladesh) সচিবালয়ে। বুধবার মধ্যরাতে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের (Secretariat) ৭ নম্বর ভবনে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ১১টি ইঞ্জিন পাঠানো হয়। অবশেষে প্রায় ছয় ঘণ্টা পর সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সচিবালয়ের ৭ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের বিভিন্ন বিভাগ রয়েছে। ওই ভবনের আট ও নয়তলা আগুন লাগে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন ও সেতু, স্থানীয় সরকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রক। অগ্নিকাণ্ডের জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। তাঁদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি-এর সদস্যরাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক দমকলকর্মীর। জলের পাইপ নিয়ে রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মারে সোহানুর জামান নয়ন নামের ওই দমকলকর্মীকে। এরপর তডিঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ট্রাক সহ চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?