নতুন বছর পড়ার আগেই ২ দিন যানচলাচল বন্ধ থাকবে যশোর রোডে ! মাথায় হাত সকলের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। নতুন বছরের আগমনের আনন্দ তাই মন ভরে উপভোগ করতে এখন থেকেই সেজে উঠছে শহরের অলিগলি। কিন্তু এর মাঝেই জানা গেল বছর শেষে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যস্ততম যশোর রোড (Jessore Road)। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে এই সময়ের মধ্যে। তাই বাড়ি থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বা জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়ার আগে জেনে নিন কবে কোথায় বন্ধ থাকবে এই যানচলাচল।

আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন

বন্ধ থাকবে যশোর রোড!

জানা গিয়েছে, বারাসাত কাজীপাড়া ১ নং রেলগেট এর ট্রেনের লাইনের ট্রাক পরিবর্তনের কাজ শুরু হবে। যার ফলে গাড়ি চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটবে। এর জন্য চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখ রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত বারাসাত থেকে বনগাঁর মধ্যে যোগাযোগ রক্ষাকারী যশোর রোডের এই ১ নম্বর রেলগেট দিয়ে যশোর রোডে গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই রাস্তা দিয়ে বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতে গাড়ি যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। তখন যাতায়াতকারী সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। 

যান চলাচলের নয়া পরিকল্পনা 

প্রতিদিন এই যশোর রোড ব্যবহার করে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি হাজার হাজার যান চলাচল করে। এদিকে কাজীপাড়া রেলগেট সংলগ্ন এলাকার যশোর রোডের অবস্থাও খুবই বেহাল। তাই ভবিষ্যৎ এ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই রেলের তরফ থেকে ট্র্যাক পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই সেই জন্যই যশোর রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বারাসতের ডিএসপি (ট্রাফিক) অলোকরঞ্জন মুন্সি জানান, এই দু’দিন বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতের মধ্যে যাতায়াতকারী সমস্ত গাড়ি ঘুরপথে ডাকবাংলো কলোনি মোড় হয়ে আওয়ালসিদ্ধির দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে চাঁপাডালির ওসি (ট্রাফিক) নিশীথ বিশ্বাস জানান, বনগাঁর দিক থেকে আসা গাড়িগুলিকে বিল্ডিং মোড়, দত্তপুকুর, হাটখোলা দিয়ে ঘোরানোর পরিকল্পনা করা হয়েছে। এই বিকল্প পথ পরিকল্পনা সাময়িক অতিরিক্ত সময় ব্যয় হলেও কাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না বলে আশা করা যাচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন