বছর শেষের আগে ত্বকের জেল্লাতে ভরসা রাখুন দুধে, কিন্তু মাখতে হবে কোন নিয়ম মেনে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর শেষ হতে চলল তবু ত্বকের জেল্লা ফিরল না। সারা বছর স্কিন কেয়ার করেছেন। মাঝেমধ্যে ফেসিয়ালও করেছেন। কিন্তু জেল্লা কই? রোজ কাজে বেরোতে হয়। রোদে ত্বকের বেহাল দশা হয়। তার সঙ্গে ধুলোবালিও থাকে। তাই যতই আপনি ভালো মানের ফেসওয়াশ বা সিরাম ব্যবহার করুন, ত্বকের সৌন্দর্য ধরে রাখা সহজ কথা নয়। বছর শেষ হওয়ার আগে ত্বকের জেল্লা ফিরে পেতে চাইলে হোমমেড ফেসপ্যাকের উপর ভরসা রাখুন। প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপাদানে তৈরি হোমমেড ফেসপ্যাক ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।

ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কার্যকর দুধ। এই প্রাকৃতিক উপাদান ত্বকে আর্দ্রতা জোগায়, ত্বকের সমস্যা কমায় এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। নিয়মিত দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক অনেক বেশি নরম ও কোমল হয়ে ওঠে। তবে, জেল্লা ফেরাতে হলে মুখে শুধু দুধ মাখলে চলবে না। ব্যবহার করতে হবে দুধের তৈরি এই তিন ফেসপ্যাক।

আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা

হলুদ ও দুধের ফেসপ্যাক

কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। হলুদ যেমন ত্বকের সমস্যা কমায়, তেমনই ত্বকের জেল্লাও বাড়িয়ে তোলে। অন্যদিকে, দুধের মধ্যে ময়েশ্চারাইজিং এজেন্ট রয়েছে, যা ত্বককে নরম তুলতুলে করে তোলে। এই ফেসপ্যাক ব্যবহার করলে শীতের মরশুমে ত্বক অনেক বেশি সতেজ দেখাবে।

মধু ও দুধের ফেসপ্যাক

শীতকালে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এর জেরেও অনেক সময় ত্বকের জেল্লা হারিয়ে যায়। সে ক্ষেত্রে আপনি মধু ও দুধের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং জেল্লা ফিরিয়ে আনবে। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই শীতকালে শুষ্ক ও জেল্লাহীন ত্বকের সমস্যা থেকে মুক্তি।

ওটমিল ও দুধের ফেসপ্যাক

১ চামচ ওটস গুঁড়ো করে নিন। এতে দুধ মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট পর হাল্কা হাতে ফেসপ্যাকটা স্ক্রাব করে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। পাশাপাশি শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দেয়। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ওটমিল ও দুধের ফেসপ্যাক যে কোনও ধরনের ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।

আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন

আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন