Bangla News Dunia, Pallab : নতুন করে রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। এমনিতে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর মুকুটে একের পর এক পালক জুড়ছে। কলকাতা শহরের একাধিক রুটে ছুটে চলেছে মেট্রো। যার জেরে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এবার কলকাতা মেট্রো প্রসঙ্গে এমন এক তথ্য প্রকাশ্যে উঠে এল যা শুনলে হয়তো চমকে উঠবেন আপনিও। জানলে অবাক হবেন, ২০২৪ সালের নভেম্বর মাস অবধি কয়েক কোটি মানুষ মেট্রোতে উঠেছেন। আর অঙ্ক শুনলে আরও অবাক হবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আরো পড়ুন:– কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত
রেকর্ড গড়ল কলকাতা মেট্রো
কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বরের মধ্যে মেট্রো রেল ১৪.৭২ কোটি যাত্রী পরিবহণ করেছে। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১২.৭ কোটি। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মোট ৯.৩৪ লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং ০.৪৮ লক্ষ iOS সিস্টেম ব্যবহারকারী মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করেছেন। যদিও এত যাত্রী সংখ্যা হওয়ার পরেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে মেট্রোকে বলে খবর। অন্তত রিপোর্ট তো তাই বলছে।
কলকাতা মেট্রোর বিপুল ক্ষতি
রাজ্যসভায় পেশ করা তথ্য অনুযায়ী, গত তিন আর্থিক বছরে কলকাতা মেট্রো রেলের মোট ক্ষতি হয়েছে ১,৩৭৬.৭২ কোটি টাকা। মেট্রোর ব্লু লাইনের আর্থিক পারফরম্যান্স নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন।
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য কলকাতা মেট্রোর ব্লু লাইনের আর্থিক পারফরম্যান্স উত্থাপন করতে গিয়ে কলকাতা মেট্রোর ব্লু লাইন বর্তমানে লাভে চলছে না লোকসানে চলছে এবং গত তিন আর্থিক বছরে কলকাতা মেট্রোর ব্লু লাইনের ফলে মোট আয় এবং ব্যয় কত হয়েছে? সেটা জানতে চান। আর এরপরেই অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে এনে কেন্দ্রীয় রেল মন্ত্রক। লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কলকাতা মেট্রো আয়-ব্যয়ের লাইনভিত্তিক তথ্য রাখে না। তথ্য অনুযায়ী, কলকাতা মেট্রো ২০২১-২২ সালে ৪৮৭.৩৭ কোটি টাকা, ২০২২-২৩ সালে ৪২৪.২৪ কোটি টাকা এবং ২০২৩-২৪ সালে ৪৬৫.১১ কোটি টাকা লোকসান করেছে, যা তিন বছরে মোট ১,৩৭৬.৭২ কোটি টাকা।