Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খাবার দিতে একটু দেরি হয়েছিল স্ত্রীর। তাতেই রাগ চরমে উঠেছিল স্বামীর। রাগের চোটে তিনি কেবল চিৎকার-চেঁচামেচিতেই ক্ষান্ত থাকেনি। খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে বাড়ির তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলা জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ছত্তিসগড়ের রায়পুরে বুধবারের ঘটনা।
সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিযুক্তের নাম সুনীল জগবন্ধু। তিনি স্ত্রীকে খাবার দিতে বলেছিলেন। কিন্তু স্ত্রী মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় দেরি হচ্ছিল খাবার দিতে। তার জেরেই স্বামী-স্ত্রীতে বচসা শুরু হয়। এরপরেই তিনতলা থেকে স্ত্রীকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন সুনীল।
আরো পড়ুন:– আরজি করে আট তলার ঘরের সিল ভাঙার চেষ্টা, নেপথ্যে কোন রহস্য?
এই ঘটনায় স্থানীয় থানার পুলিশ সুনীলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আক্রান্ত মহিলা গুরুতর জখম অবস্থায় রায়পুরের একটি হাসপাতালে ভর্তি।
ছত্তিসগড়ে যখন এমন ঘটনা ঘটেছে, তখন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে, কাঠগড়ায় স্বামী। এক্ষেত্রেও মোবাইল ফোন নিয়ে বচসা শুরু হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। এরপরেই অন্য কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীকে মারধর করেছে ওই ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সচেতনতা প্রচার থেকে শুরু করে কড়া আইন, সব থাকা সত্ত্বেও গার্হস্থ্য হিংসার ঘটনা কমেনি। বারবার দেশের নানা প্রান্ত থেকে এমন নানা ঘটনা সামনে আসছে। মোবাইল ব্য়বহার নিয়ে পরকীয়ার সন্দেহে মারধর কিংবা সাংসারিক কাজ নিয়ে গার্হস্থ্য হিংসার ঘটনা বারবার সামনে আসছে।
আরো পড়ুন:– নতুন বছরের শুরুতেই সর্বনাশ! বন্ধ হয়ে যেতে পারে WhatsApp, বিস্তারিত জানুন