Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ এই মুহূর্তে ভারতে। চিকিৎসার জন্য এপার বাংলায় এসেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতা ইসকনের প্রধান রাধারমণ দাস তাঁকে ইসকনের মঠে নিয়ে যান। অসুস্থ শরীরেই রবীন্দ্রনাথ জানান, তিনি ‘প্রভু’-কে মুক্ত করেই ছাড়বেন। চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়ার জন্য আরও আইনজীবী রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
‘রাষ্ট্রদ্রোহিতার’-এর অভিযোগ তুলে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছিল হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারের পর দিল্লির তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয় ঢাকাকে। তাঁর আইনি অধিকার যাতে সুরক্ষিত থাকে, সেই বিষয়ে জোর দিয়েছিল সাউথ ব্লক। কিন্তু চট্টগ্রাম আদালতে দেখা গিয়েছিল কার্যত অন্য দৃশ্য। গত শুনানিতে চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়ালই করেননি কোনও আইনজীবীই। এই পরিস্থিতিতে প্রবীণ উকিল রবীন্দ্রনাথ ঘোষ যাবতীয় ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে চিন্ময়কৃষ্ণের হয় সওয়াল করার সিদ্ধান্ত নেন।
আরো পড়ুন:– আরজি করে আট তলার ঘরের সিল ভাঙার চেষ্টা, নেপথ্যে কোন রহস্য?
২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের মামলাটি উঠবে চট্টগ্রাম আদালতে। এ দিকে নিজের চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন রবীন্দ্রনাথ। মামলাটি ওঠার আগে বাংলাদেশে ফিরতে চান বলে জানান এই আইনজীবী। সঙ্গে তাঁর সংযোজন, ‘আরও উকিল রয়েছে।’
এ দিন ইসকন মন্দিরে যান এই আইনজীবী। তাঁর হুঙ্কার, ‘প্রভুকে মুক্ত করিয়েই ছাড়ব। প্রাণের ভয় না পেয়ে এই লড়াই লড়ব।’ চিকিৎসার কারণে যদি ভাঙা শরীর নিয়ে তিনি বাংলাদেশে মামলার শুনানির আগে পৌঁছতে না পারেন সেক্ষেত্রে অন্য আইনজীবীদের দিয়ে মামলা লড়ার বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মঠের পাশাপাশি কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা তাঁর। তবে কী কারণে সেখানে যাচ্ছেন তিনি? সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি চিন্ময়কৃষ্ণের আইনজীবী।
আরো পড়ুন:– নতুন বছরের শুরুতেই সর্বনাশ! বন্ধ হয়ে যেতে পারে WhatsApp, বিস্তারিত জানুন