Bangla News Dunia, দীনেশ :- প্রথমে বিয়ে। তারপর স্বামীর বাড়ি থেকে গয়না এবং নগদ টাকা নিয়ে বেপাত্তা হয়ে যাওয়া। এইভাবেই চলছিল। তবে সপ্তমবার বিয়ে করতে গিয়ে ধরা পড়লেন পুনম নামের ওই মহিলা। তাঁর সঙ্গে আটক করা হয়েছে এক মহিলা সহ আরও তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনমের মা হিসেবে অভিনয় করতেন ধৃত আরও এক মহিলা সঞ্জনা গুপ্তা। ধৃত বিমলেশ ভার্মা এবং ধর্মেন্দ্র প্রজাপতি ঘটক হয়ে অবিবাহিত যুবকদের টার্গেট করতেন। বিয়ে করিয়ে মোটা অর্থও নিতেন তাঁরা। প্রতিবারই কোর্ট ম্যারেজ করতেন পুমন। তারপর সুযোগ বুঝে স্বামীর বাড়ির সর্বস্ব হাতিয়ে চম্পট দিতেন। এইভাবে ছয় যুবককে সর্বস্বান্ত করেছেন তাঁরা। প্রতারিতদের একজনের অভিযোগের ভিত্তিতে এই গ্যাংকে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?