Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি নিয়োগকারী সংস্থা রয়েছে তার মধ্যে সবচাইতে বৃহত্তম হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। এবার এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং আপনারা যারা দীর্ঘদিন ধরে WBPSC এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আশায় বসে রয়েছেন এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। এই সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।
আরো পড়ুন:– কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত
শূন্যপদের নাম:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি শর্ট নোটিফিকেশন এর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা IDO ২০২৫ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। অথবা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেকনোলজি/ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকলেও এক্ষেত্রে আবেদন করা যাবে। এর পাশাপাশি আবেদনকারীকে বাংলা ভাষায় পারদর্শী হতে হবে অর্থাৎ বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে পারদর্শী হতে হবে।
বয়সসীমা:-
এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://psc.wb.gov.in) এ ভিজিট করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষার জন্য তাদেরকে সময় দেওয়া হবে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টা। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের নাম শর্টলিস্ট করে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে যারা যারা সফল হবেন তাদের নাম শর্টলিস্ট করে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৪ শে ডিসেম্বর ২০২৪ তারিখে। তবে এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এই নিয়োগের বিষয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
আরো পড়ুন:– কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন