নাবালক ভাগ্নের সঙ্গে পরকীয়া, খবর ধামাচাপা দিতে ২ শিশুকন্যা সহ ৩ জনকে খুন ! কাঠগড়ায় বধূ

By Bangla News Dunia Dinesh

Published on:

women

 

Bangla News Dunia, দীনেশ :- পরকীয়া সম্পর্কের জেরে প্রাণ গেল ৩ জনের। বিহারের পূর্ণিয়ার আমৌর থানার আমগাছি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, নাবালক ভাগ্নের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার দৃশ্য দেখে ফেলায় ২ শিশুকন্যাকে গলা টিপে খুন করেছেন মা। পরে খুন করা হয়েছে ভাগ্নেকেও। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে নিজের ২ মেয়ে সাজিয়া (৪) ও দিলওয়ারা (২) কে খুন করার কথা স্বীকার করলেও অভিযুক্ত শবনমের দাবি, তাঁর ভাগ্নে আত্মঘাতী হয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে শবনমকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

শবনমের স্বামী পঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বছর দেড়েক হয় তিনি বাড়ি আসেননি। সম্প্রতি ভাগ্নে তৌকিরের (১৬) সঙ্গে শবনমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। শবনম পুলিশকে জানিয়েছে, বুধবার রাতে তৌকিরের সঙ্গে নিজের ঘরে ঘনিষ্ঠ হয় সে। কিন্তু সেই দৃশ্য দেখে ফেলে তাঁর দুই মেয়ে সাজিয়া ও দিলওয়ারা। ওরা কাউকে এই সম্পর্কের কথা বলে দিতে পারে ভেবে আতঙ্কে সে দুই মেয়েকেই শ্বাসরোধ করে খুন করে। যদিও তাঁর ভাগ্নে অপরাধ বোধ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে জানিয়েছে শবনম।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

পুলিশও প্রাথমিক তদন্তের পর মনে করছে দুই মেয়েকেই খুন করেছেন শবনম। কিন্তু তৌকির আত্মঘাতী হয়েছে। যদিও তৌকিরের দাদা মনিরের অভিযোগ, তাঁর ভাই আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করা হয়েছে। এদিন ঘটনাস্থলে তদন্তে যায় ফরেনসিক বিশেষজ্ঞদের দল। তারা ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন। পুলিশের ডিএসপি আদিত্য কুমার জানিয়েছেন, ৩ টি মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে। তবে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন