তিন সরকারি আবাসনে জলের জন্য দেড় কোটি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সল্টলেকের তিনটি সরকারি আবাসনে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে দেড় কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। বিধাননগর পুরনিগম সূত্রের খবর, নিউ টাউনের নতুন জল প্রকল্প থেকে সল্টলেকের ফাল্গুনী, বনশ্রী এবং বিচিত্রা আবাসনে পানীয় জল সরবরাহ করা হবে। এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে দাবি করছেন পুর দপ্তরের কর্তারা। নয়া প্রকল্পের সৌজন্যে উপকৃত হবেন প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা।

নিউ টাউনের প্রকল্প থেকে ফাল্গুনী আবাসনে জল পৌঁছনোর জন্য ১ কোটি, বিচিত্রা–র জন্য ৯.১ লক্ষ এবং বনশ্রী আবাসনের জন্য ৩৭.১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকায় নিউ টাউন থেকে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর পাশাপাশি নতুন করে কয়েকটি জলাধার তৈরি করা হবে।

সল্টলেকে পুর পরিষেবার মানোন্নয়নে বিধাননগর পুরনিগমের কাউন্সিলারদের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই সল্টলেকের আবাসনগুলিতে পরিস্রুত পানীয় জল সরবরাহের বিষয়টি উঠে আসে। তার পরে পুর দপ্তরের তরফে তিনটি আবাসনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

বর্তমানে এই তিনটি আবাসনে মূলত ভূগর্ভস্থ জলাধার থেকে জল সরবরাহ করা হয়। আবাসনের বাসিন্দাদের একাংশ দীর্ঘদিন ধরে গঙ্গার পরিস্রুত জল সরবরাহের দাবি তুলছিলেন। অবশেষে সেই দাবিপূরণ হওয়ায় খুশি তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরীর মতে, ‘শুধু কলকাতা বা বিধাননগর নয়, লাগোয়া এলাকাতেও মাটির নীচের জলে মিশছে আর্সেনিক ও অন্যান্য পদার্থ, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সে কারণেই গঙ্গার জলকে পরিস্রুত করে তা ব্যবহার করা উচিত।’ বিধাননগর পুরনিগমের জল সরবরাহ বিভাগের এক কর্তা জানান, শিগগিরই ওই তিন আবাসনে পানীয় জল সরবরাহের কাজ শুরু হবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন