নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ! ল্যাজ গুটিয়ে পালাল শীত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বছর শেষ হতে হাতে রয়েছে মাত্র আর কয়েকটা দিন। কিন্তু বর্ষ শেষের আনন্দের মাঝেই বিষাদের সুর। তার অন্যতম কারণ হল শীত। চলতি বছর ডিসেম্বর মাস যেন একপ্রকার হতাশা করে তুলেছে শীতপ্রেমীদের। হালকা বৃষ্টি এবং হালকা শীতের আমেজে লোটা কম্বল নিয়ে পালিয়েছে কনকনে শীত। তবে এই আবহেই অন্য সুর শোনাল হাওয়া অফিস। বর্ষ শেষের আগেই নাকি আবার হাওয়া বদল। উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। জানা গিয়েছে এই নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। অর্থাৎ অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করতে চলেছে। অন্যদিকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। জেট স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় দেখা গিয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। যার ফলে বোঝাই যাচ্ছে বছর শেষের আবহাওয়াও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের মধ্যে আটকে আছে। আর এদিকে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। যার প্রভাবে আগামীকাল বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দেখা যাবে। হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলাতে। প্রভাব পড়তে পারবে আশেপাশের দুই একটি জেলাতেও। তবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে যাও বা শীতের আমেজ অনুভূত হচ্ছে তার থেকে খানিক বেশি শীতের আমেজ অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে বছর শেষে আপাতত তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এ। তবে বৃষ্টি এখনই পিছু ছাড়বে না। জানা গিয়েছে হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হবে আজ ও আগামীকাল। যার ফলে বছরের শেষ দুদিনে তাপমাত্রা অনেকটা নামতে পারে। অর্থাৎ শীতের আমেজ অনেকটাই বাড়বে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন