Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় জীবন বীমা নিগমের তরফে এক নতুন প্ল্যান (LIC Endowment Plan) নিয়ে আসা হল দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য। আমাদের দেশের মানুষেরা চোখ বন্ধ করে যে কোন বীমা পলিসিতে বিনিয়োগ করতে চাইলে সবার আগে LIC Policy কেই বেছে নেয়। আর দেশের সকল প্রকারের মানুষের জন্য এলআইসি (Life Insurance Corporation of India) অনেক ধরণের পলিসি নিয়ে হাজির হয়েছে।
LIC Endowment Plan Benefits 2025
বর্তমানে ভবিষ্যতের জন্য সেভিংস করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যক্তি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ওপর নির্ভর করে। একজন ব্যক্তি যে পরিমাণ উপার্জন করেন, তার কিছুটা অংশ সঞ্চয় করেন, যাতে সেই সঞ্চয়ের উপর ভিত্তি করে অতিরিক্ত সুদ পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টের থেকে বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিম গুলোর উপর মানুষের আগ্রহ বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ ফিক্সড ডিপোজিটের উপর ব্যাঙ্ক বা পোস্ট অফিস অনেক বেশি হারে সুদ প্রদান করছে।
আরো পড়ুন:– স্টেট ব্যাংকে নতুন করে ৬০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪৮,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন
LIC Policy 2025
যদিও ব্যাঙ্ক বা পোস্ট অফিসেই বেশিরভাগ ব্যক্তি সেভিংস করে থাকেন, তবে এখনো পর্যন্ত এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বহুল প্রচলিত একটি আর্থিক প্রতিষ্ঠান। অনেক বছর ধরে এলআইসি একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি দিয়ে আসছে। বেশিরভাগ বয়স্ক ব্যক্তি এলআইসিতে বিনিয়োগ করে থাকে। দেশের বৃহত্তম বীমা সংস্থার মধ্যে এলআইসি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে।
LIC Endowment Plan 2025 Benefits
এতদিন পর্যন্ত এলআইসিতে বিনিয়োগ করার জন্য একজন ব্যক্তির বয়স হতে হয় ৫৫ বছর। নতুন প্ল্যান অনুযায়ী এই স্কিমে একজন বিনিয়োগকারীর বয়স ৫৫ বছর থেকে আরো ৫ বছর কমিয়ে আনা হয়েছে। একজন ব্যক্তি ৫০ বছর বয়সেই এলআইসিতে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও এলআইসিতে প্রিমিয়ামের পরিমাণও বাড়ানো হয়েছে। আগের থেকে প্রিমিয়ামের হার বাড়ানো হয়েছে প্রায় ১০ শতাংশ।
এন্ডোমেন্ট প্ল্যানে লাইফ কভারের সাথে ম্যাচিউরিটি সুবিধা পাওয়া যায়, জীবন বীমা কর্পোরেশন নতুন সারেন্ডার বিধিও প্রয়োগ করেছে। LIC Endowment Plan 914 শুধুমাত্র আপনাকে সুরক্ষা কভার দেয় না এটি একটি সঞ্চয় পরিকল্পনাও। এন্ডোমেন্ট প্ল্যান সহ একটি বীমা পলিসিতে, আপনি জীবন কভারের সাথে ম্যাচিউরিটি সুবিধা পান।
এই কারণে, পলিসি চলাকালীন কোনো বিনিয়োগকারী ব্যক্তির মৃত্যু হলে, সেই ব্যক্তির সঞ্চিত অর্থ পরিবারকে প্রদান করা হয়। এছাড়াও, ম্যাচুরিটির উপর বিভিন্ন সুবিধা পাওয়া যায়। LIC-র 6 টি এনডাউমেন্ট প্ল্যান রয়েছে, এই গুলো হলো – LIC একক প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান, এলআইসি নিউ, এনডাউমেন্ট প্ল্যান, এলআইসি নিউ জীবন আনন্দ, এলআইসি জীবন লক্ষ্য, এলআইসি জীবন লাভ প্ল্যান, এলআইসি অমৃতবাল।
বীমার পরিমাণও বাড়ানো হয়েছে কিছুটা। ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। বেসরকারি কোম্পানি গুলো এনডোমেন্ট প্ল্যানের প্রিমিয়াম হার মাত্র ৬ থেকে ৭ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে নতুন বছরে এলআইসি যে নতুন প্ল্যান চালু করা হয়েছে, তাতে সুবিধা অসুবিধা মিলিয়ে দুই রকম প্রভাব দেখা যাচ্ছে, যার ফলে একজন বয়স্ক ব্যক্তি নতুন প্ল্যান গুলির মাধ্যমে কিছুটা উপকৃত হবেন, অন্য দিকে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হওয়ার জন্য অনেক ব্যক্তির পক্ষে এটি কিছুটা সমস্যার হবে।
যদিও এলআইসি যুগ যুগ ধরে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে এসেছে এবং যেভাবে আর্থিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেকে পরিচিতি দিয়েছে, তাতে এলআইসিতে বিনিয়োগ করা অনেকটাই নির্ভরতা এনে দেয় একজন বয়স্ক ব্যক্তিকে। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন এলআইসিতে।
আরো পড়ুন:– কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত
আরো পড়ুন:– কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন