‘ক্লাউন বিরাট,’ কন্সটাসের ঘটনা নিয়ে কোহলিকে অপমান অস্ট্রেলিয় মিডিয়ার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছবিটা বর্ডার গাভাসকর টেস্ট শুরুর আগের, অস্ট্রেলিয়ার অধিকাংশ সংবাদমাধ্যমে বর্ডার গাভাসকর ট্রফির প্রচার। আর সেখানে বড় করে ব্যবহার করা হয়েছে বিরাট কোহলির ছবি। প্রাক্তন অধিনায়ক কোহলির মুখকে অস্ট্রেলিয়ার অধিকাংশ কাগজ বেশি বড় করে ব্যবহার করেছিল এবং অধিকাংশ ক্ষেত্রে প্যাট কামিন্সের থেকে বড় ছিল বিরাটের ছবি। অনেক সংবাদমাধ্যম আবার হিন্দি ও পাঞ্জাবিতে সংষ্করণ বের করে। অর্থাৎ, বিরাটের ছবি সামনে রেখে নিজেদের বিজ্ঞাপন করে। সেই অজ়ি মিডিয়ায় এবার বিরাটকে জোকার ছবি ব্যবহার করে নিন্দায়।

স্যাম কন্সটাসকে বিরাট কোহলি মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ধাক্কা মারেন। যেই কারণে প্রথম দিনের খেলার শেষে বিরাটকে শাস্তিও দেন আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এক ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। বিরাটের নিন্দা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। কিন্তু সবকিছুকে টপকে গেল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

আরো পড়ুন: স্টেট ব্যাংকে নতুন করে ৬০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪৮,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

 

 

স্যাম কন্সটাসের সঙ্গে বিরাটের বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া’ বিরাটকে ক্লাউন বলে আক্রমণ করে। অর্থাৎ, বিরাটকে জোকারের সঙ্গে তুলনা করে এবং বিরাটের হাসিমুখের ছবিকে এডিট করে সেটাকে জোকার সাজানো হয়। হাস্যকর বিষয় হচ্ছে বিরাটকে কটাক্ষ করার জন্য তারা বিরাটকে নিয়ে পাতা ভরিয়ে দিলেও অভিষেক করা স্যাম কন্সটাসকে নিয়ে খুব একটা বেশি জায়গা খরচ করেনি। যেটা দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা জানান, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিজেদের প্রচারের জন্য সিরিজ়ের আগে বিরাটের ছবি ব্যবহার করেছিল আর এবারও নিজেদের প্রচারের জন্য বিরাটের ছবিই ব্যবহার করল। নিজেদের ঘরের ছেলে অভিষেককে ছোটো করে, বিরাটকে কটাক্ষ করে পোস্ট করল তারা।

বিরাটকে জোকার বলায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিন্দা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ইরফান পাঠান, স্টার স্পোর্টসকে বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটূ কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটিয়েছে। তখন মিডিয়া কোনও পদক্ষেপ নেয়নি। এখন বিরাটের ক্ষেত্রে সেটা করা হচ্ছে।’

আরো পড়ুন: কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত

আরো পড়ুন:  কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন