নতুন বছরে জাঁকিয়ে শীত ! পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, জানুন কী বলছে ওয়েদার রিপোর্ট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ডিসেম্বরের শেষেও জাঁকিয়ে শীত উধাও বঙ্গে। এই অবস্থায় কবে পড়বে হাড়হিম করা ঠান্ডা? প্রশ্ন সকলের। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হাড়হিম করা ঠান্ডা এখনই না পড়লেও, আবহাওয়া স্বাভাবিক হতে পারে নতুন বছরে। সপ্তাহান্তে তুষারপাতের (Snowfall) সম্ভাবনা দার্জিলিংয়ে (Darjeeling)। হালকা বৃষ্টিও হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বছর শেষে দার্জিলিং সহ পাহাড়ের সর্বত্র পর্যটকের ঢল। তারই মধ্যে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে শনি এবং রবিবার কালিম্পংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি সিকিমেও তুষারপাত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকী, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকা সান্দাকফু, ফালুটেও তুষারপাতের সম্ভাবনা জোরালো।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

এদিকে, শনিবার রাতে কিংবা রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) তিন জেলা- পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন