আবারও এক নক্ষত্র পতন ! প্রয়াত ফুটবলের রাজপুত্র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবারও এক নক্ষত্র পতন ! হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছরে প্রয়াত হলেন বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। সকলকে ছেড়ে পরলোকে গমন করলেন আধুনিক ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। রেখে গেলেন অসংখ অনুরাগীর মনে বহু স্মৃতি মধুর ইতিহাস। শতাব্দীর সেরা কিছু গোল,  বিশ্ব কাপে সেই হ্যান্ড অফ গড, অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটোখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত দিয়ে অসংখ্য গোলের স্মৃতি। তাকে মনে রাখবেন আপামোর বিশ্ববাসী ও ফুটবল অনুরাগীরা।

প্রসঙ্গত মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচারের পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন মারাদোনা। তবে তার বাড়ি যাওয়ার অনুমতি মেলেনি। তার কিছু মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাঁকে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় গত সপ্তাহদুয়েক ধরে সেখানেই ছিলেন তিনি। সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার হৃদরোগে আক্রান্ত হন ফুটবলের রাজপুত্র মারাদোনা। খবর দেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা করা সম্ভব হয়নি। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

আরো পড়ুন :- ফের ডিজিটাল স্ট্রাইক মোদির ! ৪৩ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

কিংবদন্তী ফুটবলার এর প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন আর্জেন্টিনার জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। তিনি বলেন, দিয়োগো আর্মান্দো মারাদোনা… আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার নায়ক ছিলেন তিনি। সকলে ভুলবে না ১৯৮৬এর সেই বিশ্বকাপ ও তার এক একটি কীর্তি।

Highlights

1. আবারও এক নক্ষত্র পতন !

2. দিয়োগো আর্মান্দো মারাদোনা… আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন

#মারাদোনা #Football

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন