রাষ্ট্রসংঘে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাষ্ট্রসংঘে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত ! বারবার মিথ্যে তথ্য তুলে ধরার অভিযোগে এবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে হুশিয়ার দিল ভারত। এই দিন সম্মিলিত রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্টোনিও গুতারেসের উপস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালো ভারত। রাষ্ট্রসঙ্ঘের ভারতের স্থায়ী সদস্য এবং কূটনীতিবিদ টি এস ত্রিমূর্তি কটাক্ষের সুরে জানালো,বারবার সন্ত্রাসবাদে মদত দেওয়া এই দেশটি বিশ্বের কাছে ভুয়া তথ্য তুলে ধরে সমবেদনা আদায়ের চেষ্টা করছে।

তিনি আরো বলেন পাকিস্তান এমন একটি দেশ যারা বরাবর রাষ্ট্রসঙ্ঘের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছে নিজেদের দেশে। যেমন লাদেন থেকে শুরু করে হাফিজ শহীদ ও মাসুদ আজাহার। কাশ্মীর নিয়েও সারা বিশ্বের কাছে সম্পূর্ণ ভুল ও মিথ্যা কথা বলেছে পাকিস্তান। সন্ত্রাসীদের মদত দিয়ে পাকিস্তান সর্বদাই উপত্যকায় অশান্তি সৃষ্টি করে চলেছে এবং তারাই আবার রাষ্ট্রসঙ্ঘে ভারত বিরোধী কথা তুলে ধরেছে। টি এস ত্রিমূর্তি সোশ্যাল হ্যান্ডেলে এটি শেয়ার করেছে সেখানে তিনি লিখেছেন ভারতের বিরুদ্ধে ভুয়ো তথ্য এবং সমালোচনা করা পাকিস্তানের কাছে নতুন কিছু নয়।

আরো পড়ুন :- আবারও এক নক্ষত্র পতন ! প্রয়াত ফুটবলের রাজপুত্র

প্রসঙ্গত পাকিস্তানের অ্যাবাটাবাদ অঞ্চলেই লুকিয়ে ছিলেন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন। আর সেখানে ঢুকেই মার্কিন সেনা হত্যা করে তাকে। কিন্তু পরবর্তীতে এই কথা বারবার অস্বীকার করে পাকিস্তান। তবে বিশ্বের প্রত্যেকেই জানে যে পাকিস্তান সর্বদাই সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে।

Highlights

1. রাষ্ট্রসংঘে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত !

2. পাকিস্তানের অ্যাবাটাবাদ অঞ্চলেই লুকিয়ে ছিলেন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন

#UN #India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন