Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে চলার পথে মেনে চলুন কিছু বাস্তু টিপস ! বাস্তু শাস্ত্র গুলি সনাতন হিন্দু এবং কিছু ক্ষেত্রে বৌদ্ধ বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে। প্রাচীন বাস্তু শাস্ত্র নীতি গুলির মধ্যে রয়েছে মন্দিরের নকশা , এবং ঘরবাড়ি, নগর, শহর, উদ্যান, রাস্তাঘাট, জলের কাজ, দোকান এবং অন্যান্য সরকারী ক্ষেত্রগুলির নকশা এবং বিন্যাসের নীতিগুলি অন্তর্ভুক্ত। তাই বাস্তু মেনে চললে বদলে যাবে জীবন।
জেনে নিন এমন কিছু বাস্তু টিপস —-
১. আপনার শোবার ঘরের বিছানা দক্ষিণ- পশ্চিম দিক করে রাখুন। কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই।
২. মনে রাখুন রাতে ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না। এতে শরীর খারাপ হয়। তাই মাথা দক্ষিণ বা পূর্ব দিকে দিন এতে শরীর ভালো থাকে।
৩. আপনার বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমের দিক বা তাতে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো। এতে পজিটিভ এনার্জি আসে।
আরো পড়ুন :- ভাগ্য ফেরাতে ব্যবহার করুন ফটকিরি ! বিস্তারিত পড়ুন
৪. বাড়িতে ঠাকুর পুজো করার সময়ে আপনার মুখ যেন উত্তর- পূর্ব দিক করে থাকে। এতে ভালো প্রভাব পরে।
৫. আপনার বাড়ির উত্তর-পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিৎ নয়। এতে তাদের খারাপ হয়।
৬. আপনার বাড়ির উত্তর- পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন। এখানে বেশি কিছু তৈরি করবেন না। অবশ্যই পরিষ্কার রাখুন।
এগুলি মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. জীবনে চলার পথে মেনে চলুন কিছু বাস্তু টিপস !
2. আর ভালো থাকুন
#Vastu #Astro Tips