নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসির মহড়া সারা হয়ে গেল দিল্লির তিহাড় জেলে।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, সোমা কর্মকার :- নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসির মহড়া সারা হয়ে গেল দিল্লির তিহাড় জেলে। আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিংহকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। তার প্রস্তুতি হিসাবেই রবিবার তিহাড় জেলের ফাঁসির মহড়া সারা হয়। চার জনের ওজন অনুসারে ইঁট-পাথর ভর্তি বস্তা ঝুলিয়ে ফাঁসিকাঠ পরীক্ষা করে দেখে নেন জেল কর্তৃপক্ষ।

আগামী ২২ জানুয়ারি পৃথিবীর বৃহত্তম কারা জেল চত্বর তিহাড়ের ৩ নম্বর জেলে, যেখানে ওই চারজনকে ফাঁসিতে ঝোলানোর কথা, সেখানেই মহড়া সারা হয় বলে জানা গিয়েছে। এর আগে, ২০১৩ সালে সংসদ ভবন হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুকেও এই ৩ নম্বর জেলেই ফাঁসিকাঠে ঝোলানো হয়েছিল। তবে এ বারে চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে সেখানে, যা আগে কখনও ঘটেনি।

[ আরো পড়ুন :- ইরানের ক্ষেপণাস্রেই ধ্বংস বিমান ,দাবি করলো কানাডা ]

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ কারা বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষের।  মেরঠের পবন জল্লাদই নির্ভয়ার খুনিদের ফাঁসিতে ঝোলাবেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি, আসামিদের মানসিক অবস্থা টের পেতে নিয়মিত তাদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন তিহাড় জেল কর্তৃপক্ষ।

পাতিয়ালা হাউস কোর্টের রায় সংশোধনের আর্জি নিয়ে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে অপরাধীদের মধ্যে দু’জন—বিনয় শর্মা এবং মুকেশ সিংহ। মঙ্গলবার তাদের আবেদনের শুনানি করবে শীর্ষ আদালত।

[ আরো পড়ুন :- কাশ্মীর নিয়ে ইসলামী দেশগুলির বৈঠকে রাজি হলো সৌদি। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন